এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে গেরুয়া ঝড় তুলতে আগামী মাসেই রাজ্যে আসার সম্ভাবনা প্রধানমন্ত্রীর

রাজ্যে গেরুয়া ঝড় তুলতে আগামী মাসেই রাজ্যে আসার সম্ভাবনা প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আর বেশি দেরি নেই। আগামী এপ্রিল মাস থেকে রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যে গেরুয়া ঝড় তুলতে চলতি মাসেই জনসভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কলকাতায় তিনি করতে পারেন জনসভা। অন্যদিকে বিজেপি সম্প্রতি পরিবর্তন যাত্রা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। আর এই কর্মসূচি প্রধানমন্ত্রীর হাতেই সূচনা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে প্রধান মন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে প্রস্তাব। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সবুজ সংকেত পাওয়া গেলে প্রধানমন্ত্রীর রাজ্যে আসার তারিখ ঘোষণা করা হবে।

গতকাল, কলকাতায় বিজেপির কোর কমিটির একটি বৈঠক বসেছিল। এই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের রাজ্যে প্রচার কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, বিজেপি নেতা মুকুল রায়, রাহুল সিনহা বিজেপির কলকাতা জেলার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় কলকাতা জনের সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখরা। গতকালের বৈঠকে বুথ স্তরে দলের সংগঠনকে শক্তিশালী করার বিষয়েও আলোচনা করা হয়েছিল। আগামী দিনে দিল্লি থেকে যে সমস্ত কেন্দ্রীয় নেতারা রাজ্যে আসবেন, তাদের কর্মসূচির বিষয়েও গতকাল আলোচনা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণে রাজ্যে সেভাবে কোন বড় মিটিং, মিছিলের আয়োজন করতে পারেনি বিজেপি। তবে ব্যতিক্রম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বুথ স্তরের কর্মসূচি। এবার, আগামী দিনে বিজেপি বড়োসড়ো মিটিং-মিছিলের সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছিল। এরপর বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। যে কর্মসূচিতে প্রধানমন্ত্রীর যোগদানের কথা শোনা যাচ্ছে।

প্রধানমন্ত্রী নেতৃত্বেই পশ্চিমবঙ্গে এই কর্মসূচির সূচনার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুমতি চেয়ে দিল্লিতে প্রস্তাব পাঠানো হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বর পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর দপ্তরের সম্মতি পাওয়া গেলেই প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, গতকালের বৈঠকে পরিবর্তন যাত্রা কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল। ভোট ঘোষণার পরে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!