এখন পড়ছেন
হোম > রাজ্য > পর পর মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত শুভেন্দু ,কারণ নিয়ে জোর জল্পনা

পর পর মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত শুভেন্দু ,কারণ নিয়ে জোর জল্পনা


বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী যাঁকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভরা মঞ্চে তৃণমূলের উত্তরসূরি বলে ঘোষণা করেছেন নেত্রী অথচ সেই বিস্বস্ত সৈনিক মুখ্যমন্ত্রীর জেলা সফরে অনুপস্থিত যা ঘিরেই শুরু জল্পনা। সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে মানুষের সাথে সম্পর্ক আরো ভালো করতে টানা জেলা সফরের কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে জঙ্গলমহল,মুর্শিদাবাদ,মালদহ-তে সফর করেছেন কিন্তু কোথাও দেখা যায়নি শুভেন্দুবাবুকে। অথচ এই ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং মালদহে দলের শক্তিবৃদ্ধির দায়িত্বে ছিলেন শুভেন্দুবাবু। আর তা খুব ভালো ভাবেই তিনি করেছেন তবে ? কি কারণে অনুপস্থিত ছিলেন তও জানা যায়নি। প্রশ্ন শুধু বাইরে নয় দলের অন্দরেও উঠেছে। রাজনৈতিক মহলেও এই নিয়ে জল্পনার শেষ নেই। তাদের প্রশ্ন তবে কি মুখ্যমন্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হলো শুভেন্দুবাবুর ,নাকি শুভেন্দুবাবুর নামে কিছু শুনেছেন মুখ্যমন্ত্রী ?আবার এই জল্পনাও উঠেছে যে শুভেন্দুবাবুকে দল থেকে ছেঁটে ফেলবেন নাতো ? তবে এই নিয়ে এখনো পর্যন্ত শুভেন্দুবাবু বা নেত্রীর তরফ থেকে কিছু জানা যায়নি। আগেও অনেকবার মুখ্যমন্ত্রীর সাথে সভায় অনুপস্থিত ছিলেন শুভেন্দুবাবু দলের নানা কাজে ব্যাস্ত থাকার কারণে।এবারেও হয়তো তাই ঘটেছে। তবে কি কারণে অনুপস্থিত তা কিন্তু জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!