সম্পর্কে ফাটল স্পষ্ট,মুখ্যমন্ত্রীর কাছে ‘তুমি’ থেকে ‘আপনি’ হলেন শুভ্রাংশু রাজ্য March 1, 2018 সম্পর্কে ফাটল স্পষ্ট,মুখ্যমন্ত্রীর কাছে ‘তুমি’ থেকে ‘আপনি’ হলেন শুভ্রাংশু এমনটাই মনে করছে রাজনৈতিকমহল। এদিন মুখ্যমন্ত্রী যখন বিধানসভা কক্ষে ঢুকছিলেন তখন করিডরে ছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়৷ সেখানেই দলনেত্রী সরাসরি তাঁর কাছে জানতে চান যে “কাল (মঙ্গলবার) সভায় আসেননি কেন?”শুভ্রাংশুবাবুও জানিয়ে দেন তাঁর না যাওয়ার কারণ। তিনি বলেন,‘‘আমাকে তো ডাকায় হয়নি৷ সভায় গিয়েছিলাম কিন্ত তালিকায় নাম না থাকায় নিরাপত্তারক্ষীরা ঢুকতে দেননি৷’’ মুখ্যমন্ত্রী তাঁকে ফের বলেন,”আমি কিন্তু সভায় আপনার নাম ডেকেছিলাম৷” পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁকে এই নিয়ে কথা বলে নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আর এই ‘তুমি’ না বলে ‘আপনি’ সম্বোধনটাই মূল জল্পনার কারণ কেননা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সিনিয়রদেরও ‘তুমি’ সম্বোধন করে কথা বলেন বলে জানা গেছে। পাশাপাশি মুকুল পুত্র কেও তুমিই বলতেন তবে আজ মুকুল রায় বিজেপিতে যাবার পর সম্পর্ক বদলেছে বলেই মনে করছে রাজনৈতিকমহল। আর তাই এদিন ‘আপনি’ সম্বোধন করেছেন শুভ্রাংশুবাবুকে। আপনার মতামত জানান -