এখন পড়ছেন
হোম > জাতীয় > নিজেরই প্রাক্তন সহকর্মীর শ্লীলতাহানির দায়ে ধৃত কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ম্যানেজার

নিজেরই প্রাক্তন সহকর্মীর শ্লীলতাহানির দায়ে ধৃত কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ম্যানেজার

প্রাক্তন এক সহকর্মীকে শারীরিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার কংগ্রেসের সোস্যাল মিডিয়া ম্যানেজার।  এদিন রাজধানী দিল্লীর নর্থ অ্যাভিনিউ থানার পুলিশ এক মহিলার অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের সোস্যাল মিডিয়া ম্যানেজার  চিরাগ পট্টনায়েককে গ্রেফতার করে। নির্যাতিতার আনা অভিযোগের বয়ান অনুসারে তিনি চিরাগ পট্টনায়েক এর  দ্বারা শারীরিক নিগ্রহের শিকার।

জানা যাচ্ছে এই অভিযোগ টি ভারতীয় দণ্ডবিধি সিআরপিসির-১৬৪ ধারার আওতায় দায়ের হয়েছে। যদিও মিডিয়া ম্যানেজারের বিরুদ্ধে দায়ের হওয়া  শ্লীলতাহানির অভিযোগ ঐ টিমেরই প্রধান-সহ অন্য সহকর্মীরা মানতে অসম্মত হয়েছেন। জানা যাচ্ছে গত ৩ রা জুলাই দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক ও আরও কয়েকজন পদস্থকর্তাদের ইমেল মারফত জনৈকা মহিলা তাঁর অভিযোগ জানায়। সেই অভিযোগ পত্রেই ঐ মহিলা জানান যে কর্মসূত্রে সহকর্মী হওয়ার সুবাদে অভিযুক্ত চিরাগ পট্টনায়ক নানা সময়ে একাধিকবার তাঁর শ্লীলতাহানি করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

 একটি সম্মানজনক পদের অধিকারী হওয়ার কারণে ঐ মহিলা , অভিযুক্ত চিরাগ পট্টনায়েককের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করার সাহস করে উঠতে পারেননি। এখন যেহেতু তিনি তার চাকরীতে ইস্তফা দিয়েছেন তাই তিনি পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ দায়ের করছেন। এই অভিযোগ শোনার পরে ঘটনার সত্যতা যাচাই করে দিল্লী পুলিশ। এবং অভিযুক্ত চিরাগ পট্টনায়েককে গ্রেফতার করা হয়। এদিকে হাত শিবিরের সোস্যাল মিডিয়া ম্যানেজারের গ্রেফতারের ঘটনায় নিস্ক্রিয় থাকেনি গোটা টিম।

এদিন টিমের প্রধান দিব্যা স্পন্দনা এক বিবৃতিতে বললেন, ” চিরাগ পট্টনায়েকের বিরুদ্ধে দায়ের হওয়া শ্লীলতাহানির অভিযোগ পেয়েছি। এই প্রথম এমন অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দলের তরফে অভিযোগকারিণীর সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু তাই বলে এই নয় যে পট্টনায়েককে অভিযুক্ত প্রমাণিত হয়েছে। তাছাড়া অভিযোগপত্রে অভিযোগকারিণী যাই বলুন না কেন ইস্তফা দেওয়ার সময় শারীরিক অসুস্থতাকেই কারণ হিসেবে দেখিয়েছিলেন। তাই গোটা টিম কিন্তু চিরাগ পট্টনায়েকের পাশেই আছে।” এখানেই শেষ নয় কংগ্রেস দল এবং তার সোস্যাল মিডিয়া টিম যে অভিযুক্ত চিরাগ পট্টনায়েককে সমর্থন করছে তা জানাতে  দিব্যা স্পন্দনা, ২৯ জন সহকর্মীর সই করা বিবৃতি ট্যুইটারে আপলোড করলেন । এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজধানী দিল্লীতে বেশ হইচই পড়ে গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!