এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল পরিবারের বিরুদ্ধে মুক্তির লড়াই করতে কষ্ট হচ্ছে তৃণমূল কর্মীদের দাবি তৃণমূলের হেভিওয়েট নেতার

মুকুল পরিবারের বিরুদ্ধে মুক্তির লড়াই করতে কষ্ট হচ্ছে তৃণমূল কর্মীদের দাবি তৃণমূলের হেভিওয়েট নেতার


মুকুল রায় দল ছাড়ার পর থেকেই তাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। যদিও মুকুল পুত্র শুভ্রাংশু রায় এখনো তৃণমূলের সময় বিরাজমান।কিন্তু এদিন ভাটপাড়ার বিধায়ক তথা তৃণমূল নেতা অর্জুন সিং-এর বক্তব্য কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চলতি সপ্তাহে দুইদিন ধরে ঘটে চলা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের উপর ভিত্তি করে অর্জুন সিং এদিন বলেন “কাঁচা পাড়ার মানুষ এখন রায় পরিবার থেকে মুক্তি চাইছেন”। ইতিমধ্যেই কাঁচরাপাড়ার সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে পেশ করা হলে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।এই ধৃতদের মধ্যে রয়েছেন কাঁচরাপাড়ার তৃণমূল যুব নেতা সুদীপ্ত দাস ও রাজা সরকার সহ বিদুর প্রসাদ ও টিংকু রাজবংশী নামে চারজন।

এদিন ব্যারাকপুর আদালতে ধৃত দুই নেতার সঙ্গে দেখা করতে আসেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং ও তাঁর অনুগামীরা। সেখানেই তিনি এই কথা বলেন। কাঁচরাপাড়ার রায় পরিবার বলতে যে মুকুল রায়ের পরিবারকে বোঝানো হয়েছে একথা আলাদা করে বলে দিতে হয়না। বর্তমানে মুকুল রায় বিজেপি কার্যনির্বাহী সমিতির সদস্য। তাঁর পুত্র শুভ্রাংশু রায় স্থানীয় বিধানসভার তৃণমূলের বিধায়ক।

ব্যারাকপুর আদালতের বাইরে সাংবাদিকদের সামনে এদিন সরাসরি মুকুল রায়কে আক্রমণ করেন অর্জুন সিং। তিনি বলেন,”তৃণমূলের যে কর্মীরা মুকুল রায়ের বিরোধিতা করছেন, উনি চক্রান্ত করে তাদেরই ফাঁসাচ্ছেন। ষড়যন্ত্রটা তিনি আগেও করতে জানতেন এখনো বেশ ভালোভাবেই জানেন। অর্জুনবাবু দাবি করেন,”এই কারণেই কাঁচরাপাড়ার মানুষ রায় পরিবারের বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াইয়ে তৃণমূল সদস্যদের অনেকটাই বেগ পেতে হচ্ছে”। তিনি আরো বলেন,”ওখানে আমাদের কর্মীদের রায় পরিবারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কিছুটা কষ্ট পেতে হচ্ছে। তবে কাঁচরাপাড়ার মানুষ প্রমাণ করে দিয়েছেন বীজপুরে রায় পরিবারের হাত থেকে তারা আর মুক্তি চাই সে জন্যই ওদের গ্রেপ্তারের পর এত মানুষ রাস্তায় নেমেছিলেন”।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সুদীপ্ত এবং রাজা কাঁচরাপাড়া তৃণমূলের যুবনেতা। সে কারণেই মুকুল রায় তাদের ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন অর্জুন সিং। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপ আছো আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন মুকুল রায়।আর তখন তাঁকে “কাঁচরাপাড়ার কাঁচা ছেলে” বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বর্তমানে এই কাটা ছেলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বেগ পেতে হচ্ছে অর্জুন বাহিনীকে। তবে অর্জুন সিং-এর কথায় সাধারণ মানুষকে এই লড়াইয়ে তিনি পাশে পাচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!