রাজ্য বাসীকে দোল পূর্ণিমার শুভেচ্ছ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য March 1, 2018 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার লাইন উদ্ধৃত করে রাজ্য বাসীকে দোল পূর্ণিমার দিন শুভেচ্ছ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ট্যুইটে তিনি রবি ঠাকুরের লাইন উদ্ধৃত করে লিখলেন , ”ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে.. সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। বসন্তোত্সবের রঙে রঙিন হয়ে উঠুক আজকের দিন।” শুধু শুভেচ্ছা বার্তাতেই সীমাবব্ধ না থেকে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে , উৎসবের উচ্ছ্বাস উল্লাস যাতে অন্যের অসন্তোষের কারণ না হয়ে ওঠে সে বিষয়ে সতর্ক বার্তা জানিয়ে বলেছেন , ”আপনার আনন্দ যেন অন্যের বেদনার কারণ না হয়ে ওঠে।” তৃণমূলের বহু নেতা ও সাংসদকে এদিন দোল উৎসবে সামিল হয়ে দেখা গেলো। এদের মধ্যে ছিলেন , ,মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ,লক্ষ্মীরতন শুক্লা, শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে ই । এনারা সকলেই রাজ্যবাসীকে দোল উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। আপনার মতামত জানান -