গুজরাটে কি ঘুরছে হাওয়া? কি বলছে শেষ দফার ওপিনিয়ন পোল? জাতীয় বিশেষ খবর December 5, 2017 আর কদিন বাদেই গুজরাটে বিধানসভার নির্বাচন আর তার আগে হাতে এল লোকনীতি এবং সিএসডিএস-এর তরফে করা ওপিনিয়ন পোল। আর তাতে দেখা যাচ্ছে বেশ বেকায়দায় পড়তে চলেছে বর্তমান শাসকদল বিজেপি। এই ওপিনিয়ন পোল অনুযায়ী গুজরাটে হতে চলেছে ‘কাঁটে কি টক্কর’, পাতিদারদের সঙ্গে নির্বাচনী সমঝোতা বড়সড় সুবিধা দিতে চলেছে কংগ্রেসকে। এমনকি ক্ষতি মেরামত করে প্রাপ্ত ভোট শতাংশে বিপুল উন্নতি করতে চলেছে কংগ্রেস। তিন মাস আগের অবস্থান থেকে সবাইকে চমকে দিয়ে এই সমীক্ষা অনুযায়ী দুই যুযুধান শিবিরই পেতে চলেছে ৪৩ শতাংশ করে ভোট। নোটবাতিল এবং জিএসটি ইস্যু বিজেপিকে বেকায়দায় ফেলতে চলেছে বলেও ওই সমীক্ষায় দাবি করতে চলেছে। তিন দফায় করা ওপিনিয়ন পোল এরকম – আগস্ট মাস – বিজেপি পেতে পারে ১৪৪ থেকে ১৫২ টি আসন, কংগ্রেস পেতে পারে ২৬ থেকে ৩২ টি আসন অক্টোবর মাস – বিজেপি পেতে পারে ১১৩ থেকে ১২১ টি আসন, কংগ্রেস পেতে পারে ৫৮ থেকে ৬৪ টি আসন নভেম্বর মাস – বিজেপি পেতে পারে ৯১ থেকে ৯৯ টি আসন, কংগ্রেস পেতে পারে ৭৮ থেকে ৮৬টি আসন আপনার মতামত জানান -