তবে কি দূরত্ব বাড়ছে মুখ্যমন্ত্রীর সাথে তার প্রিয় কাননের সাথে রাজ্য December 5, 2017 মেয়র শোভন চট্ট্যোপাধ্যায়ের সাথে এবার দূরত্ব বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল ও প্রশাসন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন বলেই মনে করা হচ্ছে। এদিন নবান্ন সভাঘরে রাজ্যভিত্তিক প্রশাসনিক মূল্যায়ন বৈঠকে বরাদ্দ টাকা কোন দফতর কতটা খরচ করেছে তার হিসাব নিতে গিয়ে অসন্তুষ্ট হলেন মুখ্যমন্ত্রী।অনেক দফতরের খরচ সন্তোষজনক হলেও বেশ কয়েকটি দফতরের কাজে খুশি নন তিনি। তার মধ্যে একটি হলো শোভনবাবুর দমকল দফতর। শোভনবাবুর খোঁজ করতেই তাঁকে জানানো হয়, শোভনবাবু বৈঠকে অনুপস্থিত। তিনি অনুপস্থিত জেনে কিছুটা বিস্মিত হয়ে ‘উষ্মাপ্রকাশ’ করেন মুখ্যমন্ত্রী।আগে কলকাতা পুরসভা যে ব্লিচিং পাউডার ব্যবহার করে, তার গুণমান নিয়ে আলোচনা শুনে মুখ্যমন্ত্রী পুর কমিশনারকে এই বিষয়ে মেয়রকে সব কিছু জানাতে বলেন। তছাড়া বেশ কিছু কাজে ও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মেয়রের উপর। তার মধ্যে অন্যতম হলো এখন প্রায়ই মেয়র পুরসভাতে আসছেন না নিয়মিত। খুব প্রয়োজনীয় ফাইল থাকলে অনুপস্থিতির দিন অফিসারেরা মেয়রের বাড়ি গিয়ে তা সই করিয়ে আনেন।তাছাড়াও বৈঠকেও অল্প সময়ের জন্য থাকছেন।কদিন আগেই আবার ধমক খেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে , ”দল করবি, সরকার করবি, না-কি মামলা করে বেড়াবি!” সব মিলিয়ে তৃণমূলের অন্দরে নানা কথা শোনা যাচ্ছে , জল্পনা শুরু হয়েছে প্রশাসনের একাংশে ও।যদিও মনে করা হচ্ছে অন্য কিছু নয় মেয়র পারিবারিক ঝামেলায় একটু অবসস্তিতে আছেন। তাই এমন অনিয়ম। আপনার মতামত জানান -