এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মহুয়ার ভবিষ্যৎ কি? আজই চূড়ান্ত ফয়সালা, আশঙ্কা বাড়ালেন সুকান্ত!

মহুয়ার ভবিষ্যৎ কি? আজই চূড়ান্ত ফয়সালা, আশঙ্কা বাড়ালেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সংসদে বক্তব্য রাখার সময় বিভিন্ন শব্দ প্রয়োগ করে এতদিন চমক দিতেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অনেকেই তাকে সু-বক্তা বলে দাবি করতেন। কিন্তু তিনি যে ভেতরে ভেতরে এত বড় ঘটনার সঙ্গে যুক্ত, তা কেউ কল্পনা করতে পারেননি। তবে সম্প্রতি এথিক্স কমিটির তদন্তের মুখে পড়তে হয়েছে সেই মহুয়া মৈত্রকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি টাকার বিনিময়ে সংসদে আদানিকে নিয়ে প্রশ্ন করেছেন। আর এই পরিস্থিতিতে সেই তদন্ত শেষ হওয়ার পর আজ লোকসভায় অধ্যক্ষের কাছে এই ব্যাপারে রিপোর্ট পেশ করার কথা এথিক্স কমিটির। আর তারপরেই মহুয়া মৈত্রের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। আদৌ তিনি সাংসদ থাকবেন, নাকি তার সাংসদ পদ খারিজ হবে, তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। আর তার মাঝেই বিজেপির রাজ্য সভাপতি যে কথা বললেন, তাতে তৃণমূল সাংসদের ভবিষ্যৎ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ। কিন্তু কি এমন বলেছেন সুকান্ত মজুমদার?

প্রসঙ্গত, এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, তা যদি সত্যি হয়, তাহলে চরম শাস্তি হওয়া উচিত। আর অভিযোগ যে উঠেছে, এটা তো মিথ্যা কিছু নয়। তদন্ত হয়েছে। এবার লোকসভায় সেই রিপোর্ট পেশ হলেই বোঝা যাবে, কি হচ্ছে।” অর্থাৎ সুকান্ত বাবু কিন্তু একটা বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন যে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ হালকা কিছু নয়। বরঞ্চ এর পেছনে যথেষ্ট গুরুতর বেশ কিছু বিষয় রয়েছে। তাই সবদিক অনুসন্ধান করে যদি এথিক্স কমিটির তদন্তে বড় কোনো বিষয় উঠে আসে, তাহলে লোকসভার অধ্যক্ষের হস্তক্ষেপে চরম বিপদের মুখে পড়তে পারেন এই তৃণমূল সাংসদ।

ইতিমধ্যেই গোটা বিষয়ে তৃণমূল সাংসদকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, এত বড় অভিযোগ ওঠার পরেও বিন্দুমাত্র অনুশোচনা হতে দেখা যায়নি এই তৃণমূল সাংসদের। বরঞ্চ তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাওয়ার কথা বলছেন। সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার জন্য তার আগে ক্ষমা চাওয়া উচিত। আজকেই জল এবং দুধ আলাদা হয়ে যাবে। দুর্নীতি ছাড়া তৃণমূল দল কিছুই বোঝে না। তাই প্রশ্ন করার ক্ষেত্রেও অন্যের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জার বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, লোকসভার অধ্যক্ষ আজ এথিক্স কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন। তিনি এটাও বলেছেন যে, আধাঘন্টার মধ্যেই এই বিষয় তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। হয়ত তৃণমূল শেষ পর্যন্ত এই গোটা বিষয়টি নিয়ে সংসদে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয়, তাহলে শাস্তি তাকে পেতেই হবে। তাই বড় বড় কথা না বলে গণতন্ত্রের প্রতি অন্তত শিষ্টাচার দেখানোর চেষ্টা করুন এই তৃণমূল সাংসদ। সুকান্ত মজুমদারের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!