এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের নতুন মোড় কর্নাটকে, কি হল জেনে নিন

ফের নতুন মোড় কর্নাটকে, কি হল জেনে নিন


অনেকদিন ধরেই জটিলতা চলছে। আর এবার কর্নাটকের রাজনীতি ফের নতুন মোড় নিতে শুরু করল। প্রসঙ্গত, গত শনিবার থেকে দফায় দফায় কর্ণাটকের প্রায় 18 জন বিধায়ক তাদের ইস্তফা দিয়েছেন। যার মধ্যে জেডিএস এবং কংগ্রেস দলের বিধায়করা ছিলেন এবং বাকি দুইজন ছিলেন নির্দল বিধায়ক।

কিন্তু এই বিধায়কদের অভিযোগ ছিল, তারা তাদের ইস্তফা পত্র দিলেও স্পিকার তা গ্রহণ করছেন না। আর এই ঘটনা নিয়েই তৈরি হয়েছিল জটিলতা। জানা গেছে, এবার তাদের ইস্তফা পত্র গ্রহণ করা হচ্ছে না এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন 5 বিধায়ক। যাদের মধ্যে রয়েছেন কে সুধাকর, রোশন বেইজ, এমটিবি নাগরাজ, মুণিরত্ন নাইডু এবং আনন্দ সিং।

বস্তুত, এর আগে 10 জন বিধায়ক এই একই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর যেখানে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, মঙ্গলবার কর্ণাটকের এই ঘটনা নিয়ে শুনানি হবে এবং ততদিন অবধি সেখানে স্থিতাবস্থা বজায় থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি স্পিকারকে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হবে না বলেও জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত। আর এবার আরও 5 জন বিধায়ক এই ব্যাপারে আদালতের দ্বারস্থ হাওয়ায় তীব্র অস্বস্তিতে পড়তে চলেছে শাসক দল হলেই মত বিশেষজ্ঞদের। অনেকে বলছেন, ইতিমধ্যেই এই ঘটনায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পিকার তার আচরণ নিয়ে ভৎসনার শিকার হয়েছেন।

আদালতের পক্ষ থেকে স্পিকারের উদ্দেশ্যে বলা হয় যে, “স্পিকার কি শুধু মনে করেন যে, বিধায়কদের ইস্তফা পত্র গ্রহণ করা না করার অধিকার শুধু তারই আছে, আদালতের নেই।” যার ফলে প্রবল অস্বস্তিতে পড়ে সরকার।

আর সেই সরকারের অস্বস্তিকে আরও বাড়িয়ে দিয়ে ফের 5 কংগ্রেস বিধায়কের ইস্তফা পত্র গ্রহণ না করার কারণ দেখিয়ে আদালতের দ্বারস্থ হওয়া কর্নাটকের রাজনীতিতে অত্যন্ত নাটকীয় মোড় নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!