এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ফের ঘর ওয়াপসি, মুকুল গড়েই ভাঙ্গন বিজেপির, খুশির হাওয়া তৃণমূলে,উঠছে একাধিক প্রশ্ন

ফের ঘর ওয়াপসি, মুকুল গড়েই ভাঙ্গন বিজেপির, খুশির হাওয়া তৃণমূলে,উঠছে একাধিক প্রশ্ন

লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে টার্গেট দিয়েও 42 এ 42 টার্গেট পূরণ করতে পারেননি। বিজেপির দখলে থাকা 18 টি আসন প্রবল চিন্তা বাড়িয়েছে তৃণমূলের। আর লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরই দিকে দিকে তৃণমূলের গড়ে ভাঙ্গন দেখা দিতে শুরু করে।

বিশেষত, উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলররা দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লেখান। আর এতেই সেই সমস্ত পৌরসভায় গেরুয়া রঙের ছোঁয়া লাগে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে অবস্থার পরিবর্তন হতে শুরু করে। আর হালিশহর পৌরসভার কাউন্সিলররা বিজেপি ছেড়ে ফের তৃণমূলে আসলে কাঁচরাপাড়াও তাদের দখলে আসবে বলে জানিয়ে দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যার ফলে সকলের নজর ছিল সেই কাঁচরাপাড়া পৌরসভার দিকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিন কাঁচরাপাড়া পৌরসভার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কাউন্সিলর ফের তৃনমূলে ফিরে আসলেন। প্রসঙ্গত, 24 আসনবিশিষ্ট কাঁচরাপাড়া পৌরসভার 22 জন তৃণমূলের, একজন নির্দল এবং একজন বিজেপির ছিল। তবে লোকসভা নির্বাচনের পর বিজেপির উত্থানে তৃণমূলের 22 জনের মধ্যে 17 জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তবে বাকি পাঁচজন তৃণমূলেই ছিলেন।

কিন্তু কিছুদিন আগেই এই 17 জনের মধ্যে 5 জন রাজ্য বিধানসভায় গিয়ে তৃণমূলে যোগদান করেন। আর এদিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন আরও 10 জন কাউন্সিলর। যাদের মধ্যে 9 জন কাঁচরাপাড়ার এবং একজন হালিশহরের। আর এই ঘটনাতেই এবার কাঁচরাপাড়া পৌরসভাও তৃণমূলের দখলে চলে আসল বলে মনে করছে বিশেষজ্ঞরা।

কিন্তু কিছুদিন আগেই যখন এই দলবদলের পালা চলছিল, তখন তৃণমূল নেত্রীকে বলতে শোনা গিয়েছিল এই দলবদলকারীরা যদি আবার চলে আসে, তাহলে তাদের নেওয়া হবে না। কিন্তু দেড় মাস কাটতে না কাটতেই তারা ফের দলে ফিরে আসায় তৃণমূল কেন তাদের গ্রহণ করল, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

অন্যদিকে বিজেপি নেতা মুকুল রায়ের খাসতালুক হিসেবে পরিচিত একাধিক পৌরসভায় বিজেপি দাঁত ফোটালেও কেন দেড় মাসের মধ্যে তার রং সবুজ হয়ে গেল, তা নিয়েও অনেকের মনেই তৈরি হয়েছে ধন্দ। সব মিলিয়ে দলবদল পাল্টা দলবদলে এখন সরগরম বঙ্গ রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!