এখন পড়ছেন
হোম > জাতীয় > তেলের দাম নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের

তেলের দাম নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি জ্বালানির যেমন ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটছে, তেমনি ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটছে ভোজ্যতেল ও ডালের। ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এবার ডাল ও ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বড়োসড়ো পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। বারবার অভিযোগ উঠেছে যে, অতিরিক্ত হারে মজুত তথা কালোবাজারির কারণেই এগুলির ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটছে। এবার এ বিষয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে মিলমালিক, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা সকলকেই মজুত করা তেলের, ডালের হিসেব কেন্দ্রের কাছে জানাতে হবে। রাজ্য সরকারও বিষয়টি পরীক্ষা করে দেখতে পারবে। সম্প্রতি ভোজ্যতেলের দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ডালের দামও।

কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ব্যাপক হারে কালোবাজারি মজুতদারির কারণেই এগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। এবার এ বিষয়ে কঠোর পদক্ষেপের কেন্দ্রের। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়েছে যে, এক বিশেষ অনলাইন সিস্টেমের মাধ্যমে বড় ও ছোট ব্যবসায়ী, মিল মালিকদের কাছে কতটা পরিমাণ তেল, ডাল মজুত আছে? তা পর্যবেক্ষণ করা যাবে। এ বিষয়ে রাজ্যগুলিকে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!