এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃণমূল ও বিজেপির তুলনায় বাম-কংগ্রেস জোটশক্তি এখনও অনেকটাই পিছিয়ে, মত বিশেষজ্ঞদের

তৃণমূল ও বিজেপির তুলনায় বাম-কংগ্রেস জোটশক্তি এখনও অনেকটাই পিছিয়ে, মত বিশেষজ্ঞদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি শুরু করে দিয়েছে জমজমাট ভোটের প্রচার। কিন্তু রাজ্যের অন্যতম দুই শিবির বাম এবং কংগ্রেস জোট বেঁধেও পিছিয়ে পড়ছে বিধানসভা নির্বাচনের প্রচারে। আর তার একমাত্র কারণ বলে মনে করা হচ্ছে, আসন বন্টন নিয়ে প্রবল জট। এখনো পর্যন্ত জোটের আসন বন্টন সমস্যার সমাধান হয়নি।  সেক্ষেত্রে মালদা,মুর্শিদাবাদ ও পুরুলিয়াতে চলছে বড় সমস্যা। অন্যদিকে আবার আব্বাস সিদ্দিকী বাম কংগ্রেস জোটের সঙ্গে যোগ দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তাঁরও দাবী বেশী সংখ্যক আসন।

সবমিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন বাম-কংগ্রেস জোটকে এখনো অনেকটাই গুছিয়ে নিতে হবে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। সূত্রের খবর, মালদা, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলায় বাম কংগ্রেস দুপক্ষের আসন রফা নিয়ে রীতিমতো চাপানউতোর চলছে দুই শিবিরের। 193 টি আসনে একমত হয়ে আসন রফা হয়ে গিয়েছে বাম-কংগ্রেসের। কিন্তু মালদা, মুর্শিদাবাদ ও পুরুলিয়াতে কংগ্রেস বেশি আসন চাইছে বলে জানা গেছে। এদিকে বামেরাও নিজেদের দাবী নিয়ে সরব। মনে করা হচ্ছে, এই তিন জেলায় বামেদের মোটেই খাতা খুলতে দিতে রাজি নয় কংগ্রেস। আবার অন্যদিকে আব্বাস সিদ্দিকী বাম কংগ্রেসের সঙ্গে জোট করতে ইচ্ছুক হয়েও শর্ত দিয়েছেন মালদা এবং মুর্শিদাবাদে তাঁর বেশি আসন চাই।

সব মিলিয়ে জোটের মধ্যেই জট পাকিয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী নতুন দল তৈরি করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে। এই দল নিয়েই তিনি বাম কংগ্রেসের সঙ্গে জোট করার পক্ষপাতী। সে ক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া জেলায় বাম কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকীর ব্যাপক টানাপোড়েন চলছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, রাজনীতির কারবারিরা মনে করছেন আপাতত ত্রিপাক্ষিক বৈঠকেই মিলতে পারে সমস্যা সমাধানের উপায়। বাম কংগ্রেস জোট প্রাথমিকভাবে 2 রা ফেব্রুয়ারির মধ্যেই আসন বন্টন সেরে নিয়ে ভোট প্রচারে জোর দেওয়ার কথা বলেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এখনও পর্যন্ত আসন বন্টন নিয়ে সমস্যার সমাধান হয়নি। অন্যদিকে শুধুমাত্র তৃণমূল এবং বিজেপিকে আটকানোর জন্য বিরোধী মহাজোট নিয়ে বার্তা দিয়েছেন আব্বাস সিদ্দিকী বাম-কংগ্রেস জোটকে। সেক্ষেত্রে বাম কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকীর জোট হওয়ার সম্ভাবনা প্রবল বলেই ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আব্বাসের দাবি নিয়েও বিমান বসু এবং অধীর চৌধুরীরা বসেছেন আলোচনায়। প্রসঙ্গত জানা গিয়েছে, আব্বাস সিদ্দিকী 40 টি আসনের দাবি জানিয়েছেন। কিন্তু বাম-কংগ্রেস জোট 25 টির বেশি আসন ছাড়তে রাজি নয়।

আপাতত কংগ্রেসের লক্ষ্য, আঠাশে ফেব্রুয়ারি ব্রিগেডের সভার দিকে। সেক্ষেত্রে সমস্ত জটিলতা কাটিয়ে আসনরফা চূড়ান্ত করাই লক্ষ্য বাম কংগ্রেস জোটের। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আসন বন্টন নিয়ে যেভাবে বাম এবং কংগ্রেসের মধ্যে জটিলতা ক্রমশ বাড়ছে, তাতে কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে এই দুই শিবিরের পিছিয়ে পড়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। পাশাপাশি আব্বাস সিদ্দিকী জোট করার সবুজসংকেত পাঠিয়েও যেভাবে বেশী আসন দাবি করছেন, সেক্ষেত্রে মহাজোট হবে কিনা, তা নিয়েও যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!