স্ত্রীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে ফের আদালতে মেয়র রাজ্য December 1, 2017 এবার আলিপুর আদালতে টাকা তুলে নেওয়ার অভিযোগে দায়ের করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায় তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের ওপর। রত্নার বিরুদ্ধে শোভনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়ার অভিযোগ দায়ের করে বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন কলকাতার মহানাগরিক। শোভনবাবু ওই বিষয়ে কিছুই জানতেন না। অবশ্য রত্নার আইনজীবী শুভাশিস দাশগুপ্ত এই বিষয়ে বলেছেন, রত্না স্বাবলম্বী। তাই অন্যের টাকা তুলে বিনিয়োগ করার কোন প্রশ্নই ওঠে না। আলিপুর আদালত স্বামীর করা অভিযোগগুলির উত্তর লিখিতভাবে আগামী ১২ ডিসেম্বর রত্নাকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রত্নাদেবির ওপর এর আগেও য়ে পর্ণশ্রী থানায় অভিযোগ জমা পড়েছিল বলে জানান শোভনের আইনজীবী প্রতীমপ্রিয় দাশগুপ্ত। তিনি বলেন গত ৬ নভেম্বর রত্নার প্ররোচনায় দুষ্কৃতীরা শোভনের পুরনো বাড়ির অফিসে ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র ধ্বংসের চেষ্টা করেছিল। ওই খবর পেয়ে মেয়র তাঁর লোকজনদের সেখানে পাঠিয়েছিলেন। এবং মেয়রের দাবি, তাঁর ক্রেডিট কার্ড ও অর্থের অপব্যয় করেছিলেন রত্নাদেবি। যদিও রত্নার আইনজীবী বলেছেন, সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। এ বিষয়ে আপাতদৃষ্টিতে কাউকেই সত্য বা মিথ্যা বলা যায়না আদালত যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আশা করা যায়। আপনার মতামত জানান -