সকাল ১১:০০ – উত্তর প্রদেশ পুরনির্বাচন লাইভ – তিন জায়গায় মেয়র পদ বিরোধীদের জাতীয় বিশেষ খবর December 1, 2017 সামনে আসতে চলেছে উত্তরপ্রদেশের পুরনির্বাচনের ফলাফল। সকল ১১:০০ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৬ টি পুরসভার মধ্যে তিন জায়গায় – আগ্রা, মীরাট ও ঝাঁসিতে মেয়র পদ ছিনিয়ে নিতে পারে মায়াবতীর বসপা। এখনো পর্যন্ত পাওয়া ফলাফল নিম্নরূপ – আগ্রা (৪/১০০ ওয়ার্ড) বিজেপি – ৪ কংগ্রেস – ০ সপা – ০ বসপা – ০ অন্যান্য – ০ বারাণসী (৪/৯০ ওয়ার্ড) বিজেপি – ১ কংগ্রেস – ২ সপা – ১ বসপা – ০ অন্যান্য – ০ এলাহাবাদ (৭/৮০ ওয়ার্ড) বিজেপি – ১ কংগ্রেস – ১ সপা – ১ বসপা – ২ অন্যান্য – ২ আলিগড় (২৫/৭০ ওয়ার্ড) বিজেপি – ২৫ কংগ্রেস – ০ সপা – ০ বসপা – ০ অন্যান্য – ০ মোরাদাবাদ (১৪/৭০ ওয়ার্ড) বিজেপি – ১০ কংগ্রেস – ১ সপা – ১ বসপা – ২ অন্যান্য – ০ সাহারানপুর (৬/৭০ ওয়ার্ড) বিজেপি – ৬ কংগ্রেস – ০ সপা – ০ বসপা – ০ অন্যান্য – ০ গোরক্ষপুর (২৬/৭০ ওয়ার্ড) বিজেপি – ৯ কংগ্রেস – ১ সপা – ৯ বসপা – ১ অন্যান্য – ৬ ফিরোজাবাদ (৬/৭০ ওয়ার্ড) বিজেপি – ৫ কংগ্রেস – ০ সপা – ১ বসপা – ০ অন্যান্য – ০ মথুরা (৩/৭০ ওয়ার্ড) বিজেপি – ১ কংগ্রেস – ০ সপা – ০ বসপা – ০ অন্যান্য – ২ ঝাঁসি (৮/৬০ ওয়ার্ড) বিজেপি – ২ কংগ্রেস – ২ সপা – ০ বসপা – ৩ অন্যান্য – ১ অযোধ্যা (২৯/৬০ ওয়ার্ড) বিজেপি – ১৩ কংগ্রেস – ১ সপা – ১১ বসপা – ০ অন্যান্য – ৪ আপনার মতামত জানান -