মুকুল রায় নন, বাংলায় মোদী-শাহের ভরসা এখন ‘পাতা প্রধান’! জাতীয় বিশেষ খবর রাজ্য December 1, 2017 মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, ক্রমশ বিজেপি শিবিরের ‘মুখ’ হয়ে উঠছেন, কর্মী-সমর্থকদের মধ্যে তাঁকে নিয়ে উচ্ছ্বাসও প্রবল, তবুও বাংলা জয়ে বিজেপির ভরসা তিনি নন, বরং নরেন্দ্র মোদী-অমিত শাহ অনেক বেশি ভরসা করছেন ‘পন্না প্রমুখ’ বা ‘পাতা প্রধানের’ উপর। কে এই পাতা প্রধান? না যিনি কোনো বিশেষ ব্যক্তি নন, আসলে এহল বিজেপির বিধানসভা জয়ের মূলমন্ত্র। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি এলাকার ভোটার তালিকার ‘একটি’ পাতার জন্য একজন দায়িত্বে থাকেন, তাঁর দায়িত্ব ৪০-৫০ জন ভোটারের দেখভাল করা – তাঁকেই বিজেপির ভাষায় ডাকা হয় ‘পন্না প্রমুখ’ বা ‘পাতা প্রধান’ বলে। সূত্র মারফত জানা যাচ্ছে এই ‘পন্না প্রমুখ’ পদে যিনি থাকেন, তিনি সাধারণত দলের সক্রিয় কর্মী হন না বরং বলা ভালো এঁরা পার্টি দরদি হন, যাঁরা সাধারণত নিজেদের পরিবারের ভোট দেওয়া নিশ্চিত করে অন্যদের ভোটকেন্দ্রে যাওয়া নিশ্চিত করেন। আর এই পন্না প্রমুখরাই বিজেপির বুথ কমিটির ভিত্তি। আর তাই বাংলার বুকে ‘কঠিন’ লড়াইয়ের জন্য মোদী-অমিত শাহ তৈরি করতে চাইছেন সবার আগে ‘পন্না প্রমুখ’, আর মুকুল রায়ের কাজ হতে চলেছে নিঃশব্দে এঁদের তৈরি করা। কেননা বাংলায় সংগঠনের যা হাল তাতে তৃণমূল কংগ্রেস নামক মহীরুহের সঙ্গে লড়াইটা দিনদিন আরো কঠিন হতে চলেছে বুঝে গেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ত্ব। আপনার মতামত জানান -