মুকুল রায়কে নিয়ে এবার মুখ খুললেন সুব্রত বক্সী রাজ্য December 2, 2017 মুকুল রায় বিজেপিতে যাবার পর তাকে নিয়ে অনেকে মুখ খুললেও সুব্রতবাবু এই নিয়ে কিছু বলেন নি এতদিন এবার তিনি বললেন। আর মুখ খুলেই কটাক্ষ করলেন তিনি এদিন মুকুল রায়কে প্রকাশ্যে বিজেপির একজন সমর্থক বলে দাবি করলেন। কোচবিহারে একটি সভায় বিশ্ববাংলা প্রসঙ্গে উঠতেই তিনি বলেন “আমি শাসক দলের অন্যতম প্রধান নেতা। আর মুকুল রায় বিরোধী দলে গিয়ে ঠিক ভাবে তাদের দলের সদস্যও হয়ে উঠতে পারেনি। আগে বিরোধী দলেত সদস্য পদ পাক , উপযুক্ত হোক তার পর যদি কোন বিবৃতি দেন মুকুল রায় তবেই তখন জবাব দেব।” যতই বিজেপি শিবির দাবি করুক যে মুকুল আসায় তৃণমূল খানিকটা অস্বস্তিতে। এই দাবিকে নস্যাৎ করলেন সুব্রতবাবু। আপনার মতামত জানান -