এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উন্নয়ন মানেই তৃণমূল, শান্তি মানেই তৃণমূল: শুভেন্দু অধিকারী

উন্নয়ন মানেই তৃণমূল, শান্তি মানেই তৃণমূল: শুভেন্দু অধিকারী

গত রবিবার কাঁথিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এক রাজনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের দাপুটে নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন –

১. উন্নয়ন করতে হলে, উন্নয়নের স্বাদ পেতে হলে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকুন
২. কারণ উন্নয়ন মানেই তৃণমূল, শান্তি মানেই তৃণমূল
৩. আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলই শেষ কথা বলবে
৪. এখন বিজেপির দলে নাম লেখানো কিছু গুণ্ডা ভগবানপুরে আমাদের দলের এক তাজা নেতাকে (তৃণমূলের উপপ্রধান নান্টু প্রধান) বর্বরোচিতভাবে হত্যা করেছে
৫. একটা কঠিন সময়ে আমরা জীবন-মৃত্যুকে পায়ের ভৃত্য করে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের লড়াই লড়েছি
৬. স্বাধীনতার সেই দ্বিতীয় যুদ্ধের লড়াইয়ে পশ্চিমবঙ্গের মানুষ দুহাত ভরে ভোট দিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার তৈরি করেছেন
৭. বিপুল পরিমাণ ঋণের বোঝা আর সিপিএমের আমলে চলা চরম দলতন্ত্রের দায়ভার নিয়ে আমরা ক্ষমতায় আসি
৮. রাজ্যে সর্বত্রই অভাবনীয় দলতন্ত্র চলত
৯. সিপিএমের নেতারা এলাকায় এলাকায় ছোট ছোট ‘মুখ্যমন্ত্রী’ হয়ে গিয়েছিল
১০. তৃণমূল শাসিত সরকারের মাথায় দুলক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, এক কোটির বেশি বেকার, দার্জিলিংয়ে অশান্তির আগুন, জঙ্গলমহলে মৃত্যুর মিছিল, মাওবাদী আর হার্মাদ – এই চরম পরিস্থিতিতে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটের মধ্যে দিয়ে ক্ষমতায় এনেছিলেন
১১. ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল শাসিত সরকার
১২. এই সরকার বিপুল উন্নয়নমূলক কাজ করেছিল বলেই ২০১৬ সালে আপনারা ফের তৃণমূলকে জয়যুক্ত করেছেন
১৩. গত নির্বাচনে দিদি আমাকে অবজার্ভার করে মালদহ আর মুর্শিদাবাদে পাঠিয়েছিলেন
১৪. মুর্শিদাবাদে আমরা অধীর চৌধুরির সাইনবোর্ড তুলে দিয়েছি, সেখানে আর কংগ্রেস বলে কিছু নেই
১৫. বিরোধী দলগুলির অনেক কুৎসা, অপপ্রচার সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে লড়াই করেছি
১৬. ২১১ টি আসন এবং ৪৬% ভোট নিয়ে আমরা ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছি
১৭. মানুষ উন্নয়ন চান বলেই তৃণমূলের পক্ষে রায়দান করেছেন, আমরা উন্নয়নের ডালি নিয়েই লড়াই করতে যাব
১৮. আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনারা এখন থেকেই প্রস্তুত হন
১৯. বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান জনগণের কাছে তুলে ধরুন আর বিরোধী দলগুলির কুৎসা-অপপ্রচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলে উপযুক্ত জবাব দিন
২০. আপনারা এমন ব্যবস্থা করুন, যাতে প্রতিটি সংসদকেই আমরা বিরোধীশূন্য করতে পারি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!