এখন পড়ছেন
হোম > খেলা > Big Breaking, উদ্বেগ বাড়িয়ে এবার হাসপাতালে ভর্তি হলেন ক্রিকেটের ঈশ্বর

Big Breaking, উদ্বেগ বাড়িয়ে এবার হাসপাতালে ভর্তি হলেন ক্রিকেটের ঈশ্বর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকর। করোনা আক্রান্ত হবার পর নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি। এরপর আজ হাসপাতালে ভর্তি হলেন শচীন তেণ্ডুলকর। এ খবরও টুইট করে জানিয়েছেন তিনি। তাঁর এভাবে হাসপাতালে ভর্তির সংবাদে উদ্বেগ বেড়েছে বিভিন্ন মহলে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অনেকেই। অনেকেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন।

প্রসঙ্গত, গত ২৭ সে মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসা চালাচ্ছিলেন তিনি। আজ তিনি ভর্তি হলেন হাসপাতালে। এ খবর নিজেই জানিয়েছেন তিনি। তবে, এর সঙ্গে সঙ্গে এটাও জানিয়েছেন যে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। চিকিৎসকদের পরামর্শ মেনে সাবধানতার জন্য হাসপাতালে ভর্তি হলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টুইট করে তিনি জানিয়েছেন যে, সকলের শুভেচ্ছা, প্রার্থনার জন্য ধন্যবাদ জানাতে চান তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে ও সাবধানতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কিছুদিনের মধ্যেই তিনি বাড়ি ফিরে আসার আশা পোষণ করছেন। মানুষের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, সকলকে সাবধানে থাকতে ও সতর্ক থাকতে।

অন্যদিকে, আজকের দিনটি ক্রিকেটের ইতিহাসে এক বিশেষ দিন হিসেবে চিহ্নিত। আজ ভারতের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি হলো। গত ২০১১ সালে আজকের দিনেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জয়ী হয়েছিল ভারত। সেসময়ের দলের ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর এই দলেই খেলেছিলেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর। আজ এই বিশেষ দিন উপলক্ষেও টুইট করলেন শচীন তেন্ডুলকর। জানালেন, তাঁদের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তিতে সমস্ত ভারতবাসী ও তাঁর সতীর্থদের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!