এখন পড়ছেন
হোম > রাজ্য > ডেঙ্গু ইস্যুতে ফের আলাদালতের প্রশ্নের মুখে রাজ্য

ডেঙ্গু ইস্যুতে ফের আলাদালতের প্রশ্নের মুখে রাজ্য


ডেঙ্গু ইস্যুতে ফের আলাদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে।কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায় ও জ্যোতির্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ডেঙ্গু প্রসঙ্গে জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে প্রশ্ন তুলে জিজ্ঞাসা করেন ‘বিষমদে মৃতদের ২ লাখ ক্ষতিপূরণ দেওয়া হলে ডেঙ্গুতে নয় কেন?’এরপরই রাজ্যেকে তীব্র কটাক্ষ করে
বেঞ্চ জানিয়ে দেন,যাদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু’ লেখা থাকবে তাঁদের পরিবার ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ করে টাকা পাবেন।আদালতের তরফে রাজ্যের আইনজীবীকে জানিয়ে দেওয়া হয়েছে, এবিষয়ে রাজ্যের বিজ্ঞপ্তিটাকে গেজেট নোটিফিকেশন করার সাথে সাথে সরকারি ওয়েব সাইটে তা প্রকাশ করতে হবে।চলতি বছরের সেপ্টেম্বর থেকেই রাজ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়।গত এক মাসে গ্রামাঞ্চল থেকে তিলোত্তমা সর্বত্র ডেঙ্গু, কার্যত একটি মহামারীর আকার ধারণ করেছে।ডেঙ্গু বিতর্কে বিরোধীপক্ষ বারংবারই রাজ্যকে নানান অভিযোগ করে এলেও রাজ্য সরকার ও শাসকদল এই সকল অভিযোগকে প্রথম থেকেই অস্বীকার করে এসেছে।এরপরই এবিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার রায় দিতে গিয়ে বছর কয়েক আগে রাজ্যে চোলাই খেয়ে মৃত্যু মিছিলের প্রসঙ্গ টেনে আনেন ডিভিশন বেঞ্চ।

রাজ্য আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আলাদালতে সরকার যাবে কিনা বা আলদালতের নির্দেশে তারা মেনে নিয়ে আদৌ কার্যকর করবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নই।সেই সঙ্গে বেসরকারি হাসপাতালের ডেঙ্গু মৃত্যুতে রাজ্য কি ক্ষতিপূরণ দেবে তা নিয়েও যথেষ্ট প্রশ্ন শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!