ইভিএমে ভোটে বিজেপির সঙ্গে পারা যাবে না, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে জানালেন অখিলেশ জাতীয় বিশেষ খবর রাজ্য December 2, 2017 আজ কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। দুজনের সাক্ষাৎকারের পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অখিলেশ, সেখানে বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ ও উদ্বেগ উগরে দিলেন তিনি। সবথেকে বড় অভিযোগ করেন বিজেপির ‘ভোটচুরি’ নিয়ে, প্রকারন্তরে বুঝিয়ে দেন ইভিএমে ভোট হলে বিজেপিকে আটকানো মুশকিল। তিনি জানান, যেখানে ব্যালটে ভোট হয়েছে, সেখানে হেরে গেছে বিজেপি আর যেখানে ইভিএমে ভোট হয়েছে সেখানে জিতেছে বিজেপি, এ কেমন ডিজিটাল ইন্ডিয়া? তাই বাংলার মানুষ সাবধান, যা খুশি তাই করতে পারে, মিথ্যে কথা বলতে পারে, বিজেপির পথ দেশের পথ হতে পারে না। তিনি আরো অভিযোগ করেন যেখানে ব্যালটে ভোট হয়েছে সেখানে মাত্র ১৫% আসনে জিতেছে বিজেপি কিন্তু যেখানে ইভিএমে ভোট হয়েছে সেখানে প্রায় ৪৬% আসনে জয় পেয়েছে কেন্দ্রের শাসকদল। এরপর মুখ্যমন্ত্রীর বিজেপি-বিরোধী লড়াইকে কুর্নিশ করে তিনি জানান, দেশকে বাঁচাতে গুরুত্বপূর্ণ চেষ্টা করে চলেছেন মমতাজি। আপনার মতামত জানান -