এখন পড়ছেন
হোম > জাতীয় > রিপাবলিক চ্যানেলকে তর্ক সভার সম্প্রচার করার অনুমতি দিল না আদালত

রিপাবলিক চ্যানেলকে তর্ক সভার সম্প্রচার করার অনুমতি দিল না আদালত

কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু নিয়ে আয়োজিত এক ‘ডিবেট’ এর সম্প্রচারণ করার অনুমতি দিল না  দিল্লি হাইকোর্ট।রিপাবলিক চ্যানেল কর্তৃপক্ষ ও অর্ণব গোস্বামী সুনন্দা পুষ্করের মৃত্যু নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করেছিল।আদালত জানিয়েছে,শশী থারুরের ‘চুপ থাকার অধিকার’ বা ‘রাইট টু সাইলন্স’-কে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মান জানানো উচিত।প্রত্যেক ব্যাক্তিরই চুপ থাকার অধিকার রয়েছে। কোনও ইস্যুতে তাঁকে জোর করে কথা বলানোর অধিকার কারোররই নেই।অর্ণব গোস্বামীর বিরুদ্ধে শশী থারুরের দায়ের করা ২০০ কোটি টাকার মানহানি মামলা চলাকালীনই এই কথা জানায় আদালত।

দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমোহন এবিষয়ে চ্যানেলের সাংবাদিক তথা ম্যানেজিং ডিরেক্টর অর্ণব গোস্বামীকে সতর্ক করে বলেন যে খবর সম্প্রচারের অধিকার কেড়ে নিচ্ছে না আলাদালত তবে এবিষয়ে একটি ভারসাম্য বজায় রাখবার জন্য চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে তর্কসভার সম্প্রচারের আগে শশী থরুরকে একটি নোটিশ পাঠাতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!