এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ধোঁকা খেয়েই মনে পড়ল বিজেপির কথা, দলবদল করছেন অর্জুন? জল্পনা তুঙ্গে!

ধোঁকা খেয়েই মনে পড়ল বিজেপির কথা, দলবদল করছেন অর্জুন? জল্পনা তুঙ্গে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় বিজেপি টিকিটে সাংসদ হয়ে দলবদল করেছিলেন অর্জুন সিংহ। তবে তিনি আশা করেছিলেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনে তাকে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হবে। এমনকি তাকে নাকি তৃণমূল কংগ্রেস এই প্রতিশ্রুতিও দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই জায়গায় অর্জুন সিংহকে টিকিট না দিয়ে টিকিট দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে। আর তারপরেই অভিমানী অর্জুন সিংহ একের পর এক মন্তব্য করতে শুরু করেছেন। যার ফলে জল্পনা তৈরি হয়েছে যে, এবার কি তিনি আবার দলবদল করবেন! যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে? আসলে কথায় আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। একসময় তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে অর্জুন সিংহ সাংসদ হয়েছিলেন। কিন্তু তিনি এই দলবদল করে যে ভুল করেছেন, তৃণমূলের পক্ষ থেকে টিকিট না পাওয়ার পরেই তার মনে পড়লো সেই কথা। যার ফলে এই প্রশ্ন উঠছে যে, আবার কি দলবদল করবেন এই ব্যারাকপুরের সাংসদ? কিন্তু কি এমন বলেছেন অর্জুন সিংহ?

প্রসঙ্গত, এদিন আবার একটি সাংবাদিক সম্মেলন করেন অর্জুন সিংহ। আর সেখানেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে, বিজেপি থেকে তৃণমূলে আশা কি ভুল হয়েছিল? আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাকে ধোকা দেওয়া হয়েছে। বিজেপি থেকে তৃণমূলে আসা কিছুটা তো ভুল হয়েছিল।” অর্থাৎ অর্জুন সিংহ এখন উপলব্ধি করতে পারছেন যে, তার দলবদল মোটেই ঠিক হয়নি। তিনি যদি বিজেপিতে থেকে যেতেন, তাহলে হয়ত তিনি আবার ব্যারাকপুর থেকে টিকিট পেতেন। কিন্তু তৃণমূলের ভয়, তৃণমূলের হুমকির কাছে মাথা নত করে তিনি যে দলবদল করেছেন, সেটা মোটেই ঠিক করেননি। এটা এখন তৃণমূলের পক্ষ থেকে টিকিট না পেয়ে উপলব্ধি করছেন অভিমানী অর্জুন সিংহ। তবে এটাও ঠিক, দলবদল করার পর কিন্তু বিজেপি কর্মীদের বা বিজেপির বিরুদ্ধে তেমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি অর্জুন সিংহকে। স্বাভাবিকভাবেই বিজেপির অনেক নেতার মধ্যেও তাকে নিয়ে একটা নরম অনুভূতি রয়েছে। তাই তিনি যদি দলবদল করার মত সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে বিজেপি যে একবাক্যে তাকে খারিজ করে দেবে, এই সম্ভাবনা কম বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, সবথেকে বড় প্রশ্ন যে, অর্জুন সিংহ কি করবেন! তিনি যেভাবে তৃণমূলের পক্ষ থেকে টিকিট না পেয়ে ভেঙে পড়েছেন, তাতে বোঝাই যাচ্ছে যে, তিনি তৃণমূলের প্রার্থীকে মেনে নিতে পারবেন না। আর তার ফলেই শেষ পর্যন্ত তার দলবদলের সম্ভাবনাই প্রকট হয়ে উঠতে পারে। কারণ তার একটাই আপত্তির জায়গা, তাকে নাকি তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিল, ব্যারাকপুরে টিকিট দেবে। কিন্তু সেটা দেওয়া হয়নি জন্যেই তিনি এটা মেনে নিতে পারছেন না। তাই স্বাভাবিকভাবেই এই অর্জুন সিংহ একসময় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে এসে যে কিছুটা হলেও ভুল করেছেন, এখন তিনি সেটা মেনে নিচ্ছেন। আর এটাই আগামী দিনে অর্জুন সিংহের দলবদল তীব্র করতে পারে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!