উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপনির্বাচন নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর বিশেষ খবর রাজ্য January 2, 2018 উপলক্ষ্য ছিল তাঁর দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন। আর সেই উপলক্ষ্যেই তৃণমূলের জমি আন্দোলনের আঁতুরঘর নন্দীগ্রামে দাঁড়িয়ে উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপনির্বাচন নিয়ে আগাম ঘোষণা করে গেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের দলীয় জনসভায় দাঁড়িয়ে শুভেন্দুবাবু বলেন – ১. আগামী ২৯ জানুয়ারি উলুবেড়িয়া লোকসভা ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ভোট হবে, ১ ফেব্রুয়ারি ভোটের ফলাফল গণনা হবে ২. এখন থেকে বলে গেলাম এই দু’টি আসনে তৃণমূল জিতবে, বিজয় উৎসব আমরাই পালন করব ৩. চ্যালেঞ্জ দিলাম, আগামী পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের একটি বুথে জিততে পারলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আসবে না ৪. একটি বুথ শুধু জিতে দেখান ৫. মনে রাখবেন, ধর্মের নামে রাজনৈতিক সুড়সুড়ি দিয়ে নন্দীগ্রামে কোনও লাভ হবে না ৬. আমাকে সিপিএম ও মাওবাদীরা আটকাতে পারেনি ৭. মুর্শিদাবাদে অধীর চৌধুরি আমার কিছু করতে পারেনি ৮. তমলুকে বিশ্ববিদ্যালয় তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার, এছাড়া কাঁথিতে মেডিক্যাল কলেজ হবে আপনার মতামত জানান -