এখন পড়ছেন
হোম > রাজ্য > মেয়র-মন্ত্রিত্ব যাওয়ার পর আবারও বড় ধাক্কা শোভন চট্টোপাধ্যায়ের, সঙ্গে সাময়িক স্বস্তি – জানুন বিস্তারিত

মেয়র-মন্ত্রিত্ব যাওয়ার পর আবারও বড় ধাক্কা শোভন চট্টোপাধ্যায়ের, সঙ্গে সাময়িক স্বস্তি – জানুন বিস্তারিত


স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে মন্ত্রিত্ব এবং মেয়র পদ অনেকদিন আগেই খোয়াতে হয়েছিল তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়কে। কিন্তু এবার সেই স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের করা মামলায় বিচারপতির নির্দেশে প্রবল অস্বস্তিতে পড়লেন শোভন বাবু। কিন্তু কি এমন হলো যা ফের অস্বস্তি বাড়াল কলকাতা পৌরসভার এই প্রাক্তন মহানাগরিকের?

প্রসঙ্গত উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা দীর্ঘদিন ধরেই আলিপুর আদালতে চলছে। কিন্তু এই মামলার খরচ চালাতে আদালতের কাছে এককালীন 30 লক্ষ টাকা দাবি করে আর্জি জানিয়েছিলেন রত্না দেবী। পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়ের কাছে মেয়ে সুহানি চট্টোপাধ্যায়ের পড়াশুনার খরচ বাবদ প্রতি মাসে দেড় লক্ষ টাকাও দাবি করেছিলেন তিনি।

আর রত্না চট্টোপাধ্যায়ের এই আবেদনে সাড়া দিয়ে আলিপুর আদালতের বিচারক রত্না ও শোভন চট্টোপাধ্যায়ের মেয়ে সুহানির পড়াশুনার খরচ বাবদ প্রতি মাসে 80 হাজার টাকা সুহানির বাবা এবং মা দুজনকে মিলেই দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই মামলার খরচ বাবদ রত্না চট্টোপাধ্যায়কে 70 হাজার টাকা দেওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল আদালত। আর আলিপুর আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন শোভন বাবু। হাইকোর্টে তিনি জানান, মেয়ে সুহানি চট্টোপাধ্যায়ের পড়ার খরচ বাবদ সমস্ত টাকাই তিনি খরচ করবেন। কিন্তু সেই টাকা তিনি কোনো মতেই রত্না চট্টোপাধ্যায়ের হাতে দেবেন না।

এদিকে মেয়েকে নিয়ে শোভন এবং রত্নার এই দড়ি টানাটানির মধ্যেই শুক্রবার এই ব্যাপারে নিজেদের রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, রায়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, শোভন এবং রত্না চট্টোপাধ্যায়ের মেয়ে সুহানি চট্টোপাধ্যায়ের পড়ার খরচ বাবদ মাসিক 80 হাজার টাকা স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের হাতেই তুলে দিতে হবে শোভন চট্টোপাধ্যায়কে।

অন্যদিকে মামলা চালানোর খরচের জন্য রত্না চট্টোপাধ্যায়ের আবেদনের ব্যিপারে এদিন নিজেদের রায় স্থগিত রেখেছে আদালত। তবে মেয়ে সুহানি চট্টোপাধ্যায়ের পড়াশোনার খরচ চালানোর জন্য স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টের রায়ে যে ফের একবার বড় ধাক্কা খেলেন শোভন চট্টোপাধ্যায় তা নিঃসন্দেহে বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!