এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কর্মসংস্থান নিয়ে বিরোধীদের ক্ষোভের মাঝেই নতুন ঘোষণা রাজ্য সরকারের

কর্মসংস্থান নিয়ে বিরোধীদের ক্ষোভের মাঝেই নতুন ঘোষণা রাজ্য সরকারের

রাজ্য সরকার যতই দাবি করুক যে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর রাজ্যে ৮১ লক্ষ কর্মসংস্থান ইতিমধ্যেই হয়ে গেছে বা আগামীদিনে আরো ১ কোটি কর্মসংস্থান রাজ্যজুড়ে হতে চলেছে, বিরোধীরা সেই দাবি বারেবারে নস্যাৎ করে দিয়েছেন। বিরোধীদের দাবি রাজ্যজুড়ে ক্রমশ বড় আকার নিচ্ছে বেকার সমাস্যা। আর তার মাঝেই কয়েক‌ হাজার অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীকে পুনর্নিয়োগ করা হবে বলে রাজ্য সরকার ঘোষণা করতেই তা যেন আগুনে ঘৃতাহুতি দিল বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। সূত্রের খবর একাধিক সরকারি দপ্তরে এই‌ পুনর্নিয়োগের‌ প্রস্তাবের ওপর সবুজ সঙ্কেত দিয়েছে নবান্নের শীর্ষ মহল। যদিও পুনর্নিয়োগের প্রস্তাব অনেক দিন ‌আগেই দেওয়া হয়ছিল কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিতে সামান্য দেরি হয়ে গেল বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। পয়লা জানুয়ারী থেকেই রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত ১০ শতাংশ ডিএ‌ কার্যকর করা হবে এবং তার জন্য বছরে অতিরিক্ত একশো কোটি টাকা খরচা বাড়বে তাই সরকার এই‌ মুহুর্ত স্থায়ী নিয়োগ করে আর বাড়তি খরচ করতে চায় না বলে মনে করছেন অর্থনৈতিক মহল। সুত্রের খবর, সরকারি দপ্তরের পাশাপাশি সচিবালয় সহ জেলার অফিস গুলিতেও যে সব শূন্যপদ রয়েছে পঞ্চায়েত ভোটের আগে সেখানে পুরনো মুখগুলোই পুনরায় ফিরে আসতে চলেছে।
ফলে সরকারি এই‌ সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রতিবাদে নেমে পড়েছে। বিরোধীদের দাবী অবসরপ্রাপ্তদের নির্দিষ্ট পদে আটকে রেখে, যোগ্য কর্মীদের পদন্নতি থমকে দিয়ে একদিকে প্রাসাশনিক শৃঙ্খলাকে নষ্ট করা হচ্ছে অন্যদিকে তেমনই সরকারি পদে স্থায়ী নিয়োগ রীতিমত ডুমুরের ফুল হয়ে যাচ্ছে। যদিও ‌রাজ্য সরকারের বক্তব্য এই‌ পুনর্নিয়োগের ফলে বেতন খাতে রাজ্য সরকারের কোষাগার থেকে বাড়তি খরচ অনেকটা কমানো সম্ভব হবে। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ দপ্তরের এক কর্তা বলেন, রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত, অবসরপ্রপ্তদের পুনরায় নিয়োগ করা হবে, তবে যোগ্যতা ও দক্ষতাকে মাপকাঠি করেই তাঁদের পুনর্নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে এই বিষয় নিয়েও বিরোধীদের পাল্টা দাবী যে শাসকদল ঘনিষ্ট কিংবা চেনা মুখ দেখেই এ‌ধরনের নিয়োগ দেওয়া শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে, সেখানে সংশ্লিষ্ট কর্মীর কর্মদক্ষতাকে কোমভাবেই দেখা হচ্ছে না। রাজ্য সরকার অবশ্য এই অভিযোগ সম্পুর্ণ উড়িয়ে দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!