এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিরসা মুন্ডাকে নিয়ে ফের জলঘোলা, এবার মূর্তির শুদ্ধিকরণ বিজেপির, জোর শোরগোল

বিরসা মুন্ডাকে নিয়ে ফের জলঘোলা, এবার মূর্তির শুদ্ধিকরণ বিজেপির, জোর শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি মাসের প্রথম দিকেই দু’দিনের জন্য বঙ্গসফরে এসে তাঁর বাঁকুড়া সফরকালে সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে, শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। পরবর্তীতে এই ঘটনা নিয়ে তীব্র বিতর্কর সৃষ্টি হয়েছিল। রাজ্যের শাসক দল তৃণমূল দাবি করেছিল যে, মূর্তিতে মাল্যদান করেছেন তিনি, তা আদৌ বিরসা মুন্ডার মূর্তি নয়, সেই মূর্তি জনৈক শিকারির মূর্তি। গতকাল রবিবার বিরসা মুন্ডার জন্মদিনে এই মূর্তিকে শুদ্ধিকরণ করল বিজেপি। যা নিয়ে আবার বিতর্ক শুরু হলো।

দুদিনের বঙ্গ সফরে এসে প্রথম দিনেই বাঁকুড়া সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়াতে তিনি বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেছিলেন। পরবর্তীকালে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, যে মূর্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী মাল্যদান করেছেন, সেটা আদৌ বিরসা মুন্ডার মূর্তি নয়, সে মূর্তি এক শিকারীর মূর্তি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই মূর্তিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়।

এরপর এই মূর্তি বিরসা মুন্ডার মধ্যে কিনা? সে প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যুক্তি দিয়েছিলেন যে, বিরসা মুন্ডা কে তাঁরা স্বাধীনতা সংগ্রামী হিসেবেই দেখে থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে সম্মান জানিয়েছেন। তাঁর ছবি রেখে মাল্যদান করা হয়েছে। বিরসা মুন্ডা ভেবেই তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন, ঘোষণা করেছেন, তাই সে মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি বলে মেনে নিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের দিনটি ছিল বিরসা মুন্ডার জন্মদিন। সেই উপলক্ষে গতকাল রবিবার সকালে বিরসা মুন্ডার মূর্তির সামনে সমবেত হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এই মানুষদের সঙ্গে বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকারও সেস্থলে উপস্থিত ছিলেন। সে সময় গোবর জল ছিটিয়ে দিয়ে এই মূর্তিকে শুদ্ধিকরণ করা হলো। এরপর বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন সমবেত মানুষেরা। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার জানালেন, ” আদিবাসীরা শুদ্ধিকরণের জন্য গোবর ব্যবহার করেন, জল-দুধ নয়। তৃণমূল এই মূর্তি নিয়ে রাজনীতি করেছে।”

মূর্তির শুদ্ধিকরণ নিয়ে আবার বিতর্ক সৃষ্টি হল। লাগলো রাজনৈতিক রঙ। বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকারের উপস্থিতি মূর্তিকে গোবর জল ছিটিয়ে সাফ করার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না তৃণমূল। রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা দাবি করলেন যে, এই মূর্তি বিরসা মুন্ডার মূর্তি নয়। তিনি অভিযোগ করেন, বিরসা মুন্ডার জন্মদিনে এক শিকারির মূর্তিতে সন্মান জানিয়ে শহীদ বিরসা মুন্ডাকেই অপমান করেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!