এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কৃষি-শিল্পের অনন্য যুগলবন্দিতেই রাজ্যের কর্মসংস্থানে এসেছে জোয়ার! একুশের আগে কনফিডেন্ট মমতা

কৃষি-শিল্পের অনন্য যুগলবন্দিতেই রাজ্যের কর্মসংস্থানে এসেছে জোয়ার! একুশের আগে কনফিডেন্ট মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একদিকে ভয়াবহ করোনা ভাইরাস অন্যদিকে ভয়াবহ দূর্যোগ। এই দুই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যেখানে কর্মসংস্থানের মাধ্যমে মানুষের মন জয় করার কথা ছিল রাজ্যের শাসকদলের, সেখানে করোনা ভাইরাসের দাপটে লকডাউন শুভ হওয়ায় সেই সমস্ত কিছু ভেস্তে গেছে। ফলে ইচ্ছে থাকলে উপায় নেই।

কিন্তু এতসব প্রতিবন্ধকতার মাঝেও অতীতের থেকে রাজ্যের বেকারত্বের হার অনেকটাই কমেছে বলে বারেবারেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার কৃষি এবং শিল্পের সঙ্গে সহাবস্থান করে বাংলা নতুন ভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করলেন বাংলার প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, বুধবার উপান্ন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আর তার আগে কৃষি, কৃষি বিপনন দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যানপালন এবং মৎস্য দফতরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। আর উপান্ন ভবনের উদ্বোধন করে এসে সেই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে বাংলায় বেকারত্ব দেশের তুলনায় অনেকটাই কম বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “করোনা এবং লকডাউন চলাকালীন দেশে বেকারত্ব বেড়েছে, কিন্তু বাংলায় কমেছে। কারণ বাংলা প্রথম থেকেই করোনা মোকাবিলায় একাধিক পরিকল্পনা করেছিল। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকা দরকার। এই নিয়েই আমরা বৈঠকে বসেছিলাম। রাজ্যে কৃষি এবং শিল্পের উন্নতি করা গিয়েছে। তাই বেকারত্ব অনেকটা কমেছে।”

বিশেষজ্ঞরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে প্রমাণ করার চেষ্টা করলেন যে, তার সরকারের আমলে বাংলায় বেকারত্বের হার অনেকটাই কমেছে। কেননা 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে বাংলার যুবক-যুবতীদের সমর্থন আনার জন্য “বাংলায় কর্মসংস্থান নেই”

তুলে ধরে তৃণমূলের অস্বস্তি বাড়ানো হবে স্বাভাবিকভাবেই সেই দিকটিতে যাতে বিজেপির প্রচার না বাড়ে, তার জন্য মমতা বন্দোপাধ্যায়ের এদিনের এই মন্তব্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলে নিজের সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করলেও, বিরোধীদের পক্ষ থেকে এই ব্যাপারে কি জানানো হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!