এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিহার-উত্তর প্রদেশের ‘পরীক্ষিত কর্মসূচি’ দিয়ে বঙ্গ বিজয়ের পরিকল্পনা বিজেপির

বিহার-উত্তর প্রদেশের ‘পরীক্ষিত কর্মসূচি’ দিয়ে বঙ্গ বিজয়ের পরিকল্পনা বিজেপির


পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় বিজেপির প্রচারে আসতে পারেন যোগী আদিত্যনাথ।বাংলায় নিজেদের ঘাঁটিকে আরও মজবুত করতে বিহার-উত্তর প্রদেশের মডেলে রথ যাত্রার আয়োজন করতে চলেছে বিজেপি। দেশজুড়ে রথযাত্রার সাফল্য সামনে রেখে বিজেপিকে কেন্দ্রে ক্ষমতায় এনেছিলেন ‘লৌহপুরুষ’ লালকৃষ্ণ আদবানি। আর এবার সেই পথেই বাংলা দখলের কর্মসূচি নিতে চলেছে বিজেপি বলে খবর দলীয় সূত্রে। এমনকি রাজ্যে হিন্দুত্ববাদী প্রচারের পালে হাওয়া আনতে যোগী আদিত্যনাথ সহ কেন্দ্রের একাধিক নেতা এই কর্মসূচিতে থাকতে পারেন বলেও জানা যাচ্ছে। বিজেপির দলীয় সূত্রে খবর, ১৭ জানুয়ারিতেই রাজ্যে আসতে পারেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে সাফল্যের পর, এবার রথ-রাজনীতিকে বাংলায় আমদানি করতে চলেছে রাজ্য বিজেপির নেতারা বলে সূত্রের খবর, যার পোশাকি নাম দেওয়া হয়েছে যুব সংকল্প অভিযান। বিজেপি সূত্রে জানা যাচ্ছে এই অনুষ্ঠানের কর্মসূচি হতে চলেছে নিম্নরূপ –

# ১১ জানুয়ারি দীঘা থেকে রথ যাত্রা শুরু
# ১২ জানুয়ারি সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ির সামনে অনুষ্ঠান
# মোট ৮ দিনে রাজ্য জুড়ে ৮ টি সভা করবে বিজেপি
# শান্তিপুর, বহরমপুর, মালদহ, রায়গঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, ধুপগুড়ি ও কোচবিহারে হতে চলেছে এই সভাগুলি
# রাজ্য জুড়ে মোট ১৫ টি জেলা হয়ে যাবে বিজেপির এই রথ
# রথের সঙ্গে রালিতে থাকবে অন্তত ৫০০ বাইকের মিছিল
# ১৮ জানুয়ারি রথ যাত্রা শেষ হবে কোচবিহারে গিয়ে

সবং উপনির্বাচনে বিজেপির ভোট এক লহমায় প্রায় ৭ গুণ বাড়ার পর পঞ্চায়েত নির্বাচনে সাফল্যের আশায় এবার জোরদার প্রচারে নামতে চলেছে রাজ্য বিজেপি। আর তাই দলীয় কর্মীদের চাঙ্গা করতে ‘বহু-পরীক্ষিত’ রথযাত্রা কর্মসূচি নিতে চাইছে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রের খবর, এই রথযাত্রা কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে রাজ্যে আসছেন সর্বানন্দ সোনওয়াল, স্মৃতি ইরানি, পূনম মহাজনের মত একঝাঁক বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতা-নেত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় প্রচার কর্মসূচিকে আরও জোরদার ও ফলপ্রসূ করবে এই ‘রথ যাত্রা’ কর্মসূচি বলে বিজেপি সূত্রে দাবি। বিহার-উত্তর প্রদেশ ‘মডেল’ বঙ্গ দেশে কতটা ঝড় তুলতে পারে সেদিকেই তাকিয়ে এখন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!