বিজেপির ভোট বৃদ্ধিতে কি চিন্তায় তৃণমূল? রাজ্য January 2, 2018 কদিন আগেই সবংয়ের ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গীতারানি ভুঁইয়া।জিতেছেন ৬৪ হাজার ১৯২ ভোটে জিতেছেন। সংখ্যাটা নেহাত কম নয় কিন্তু তাতে কি ?গলায় কাঁটার মতো বিঁধছে বিজেপির ভোট বৃদ্ধি। যদিও সবং উপনির্বাচনে তৃতীয় হয়েছে বিজেপি তবুও ভোট তবেড়েছে আর এটাই খুব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে। এদিন সবংয়ে একটি দলীয় বৈঠকে তৃণমূলের বিভিন্ন অঞ্চলের সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানেরা হাজির হয়ে বিজেপির ভোট বৃদ্ধির কারণ নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। সবং অঞ্চলের কয়েকটি বুথে গত বিধানসভার তুলনায় বিজেপির ভোট বেড়েছে।জানা গেছে যে সবংয়ের যে সব এলাকায় বিজেপি-র ভোট বেড়েছে, সেখানকার তৃণমূল নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে দলের অন্দরে।পাশাপাশি কি করে বিজেপির ভোট এত বেড়ে গেলো সেই রিপোর্ট নাকি চেয়ে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এই নিয়ে এক তৃণমূল নেতা বলেন সবং উপ-নির্বাচনে দলের জয়ের পরে বিজয় উৎসব পালন করা হলে। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে সভায় আলোচনা হয়েছে।পাশাপাশি তিনি আরো জানান বৈঠকে বিভিন্ন অঞ্চলে বিজেপি-র ভোট বৃদ্ধির কারণ নিয়ে অঞ্চল সভাপতিদের রিপোর্ট দিতে বলেছি। ওই রিপোর্ট রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে পাঠাব। আপনার মতামত জানান -