এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > তামিলনাড়ুর বুকে আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড় বা ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম।’ জেনে নিন বর্তমান পরিস্থিতি

তামিলনাড়ুর বুকে আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড় বা ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম।’ জেনে নিন বর্তমান পরিস্থিতি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আরো একবার প্রাকৃতিক দুর্যোগ হামলা চালাতে চলেছে দক্ষিণের রাজ্যগুলিতে। কিছুদিন ধরেই তামিলনাড়ুর বুকে ঘূর্ণিঝড় আসার কথা হচ্ছিল। আর সেই অনুযায়ী এবার তামিলনাড়ুর বুকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিভার। ইতিমধ্যেই তামিলনাড়ুসহ দক্ষিণের বিভিন্ন জায়গায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হয়েছে ঘুর্ণিঝড়ের কারণে। প্রবল বর্ষণ শুরু হয়েছে চেন্নাইতে। দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলি রীতিমতো বন্যার ভ্রুকুটি দেখছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ক্রমশই শক্তি বাড়িয়ে চলেছে ঘূর্ণিঝড় নিভার। আপাতত সে আর সাধারণ সাইক্লোন এর জায়গায় নেই। বর্তমানে নিভার পরিবর্তিত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে।

জানা গিয়েছে তামিলনাড়ুর মামাল্লাপুরম ও পুদুচেরির কারাইকালে আজ রাতের মধ্যে 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিভার। জানা যাচ্ছে, নিভারের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 145 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। আপাতত সকাল সাড়ে এগারোটা পর্যন্ত কুড্ডালোর থেকে 180 কিলোমিটার দূরে, পুদুচেরি থেকে 190 কিলোমিটার দূরে ও চেন্নাই থেকে 250 কিলোমিটার দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘন্টায় 11 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় এগোচ্ছে উপকূলের দিকে। হয়তো মধ্য রাতের মধ্যেই তামিলনাড়ু ও পুদুচেরিতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।

চেন্নাইয়ের রিজিওনাল মেটিওরোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়েছে, আগামীকাল পর্যন্ত তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে তুমুল বৃষ্টি হবে। চেন্নাইয়ের বিভিন্ন নদীতে জল বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই অনুযায়ী ইতিমধ্যে নিচু এলাকা থেকেই সাধারণ মানুষজনকে সরানো শুরু হয়ে গিয়েছে। তামিলনাড়ুর কুড্ডালোর জেলা থেকে অন্তত হাজার দুয়েক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে জানা যাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হচ্ছে তামিলনাড়ু। তাই সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হবে বলে মনে করা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পলানিস্বামী ইতিমধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন দুর্যোগ মোকাবিলায়।

আর নিভার যেহেতু অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, তাই সমুদ্রে ঢেউ এর উচ্চতা বাড়বে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলেও এই ঝড়ের দাপট বাপক আকারে পরিলক্ষিত হবে বলে জানা গিয়েছে। তাই সেসব এলাকা থেকেও মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, তামিলনাড়ু ও পুদুচেরিতে কুড়ি সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতে 24 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হতে চলেছে তেলেঙ্গানা, অন্ধ্র উপকূল এবং দক্ষিণ কর্নাটকে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ছত্তিশগড় এবং উড়িষ্যাতে। আগামীকাল থেকে 27 তারিখ পর্যন্ত ছত্তিশগড় ও উড়িষ্যাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পুদুচেরিতে গতকাল থেকেই 144 ধারা জারি হয়েছে সাবধানতা অবলম্বনে। তামিলনাড়ুতেও লাল সর্তকতা জারি হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার থেকে তামিলনাড়ুর রেল, বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আশিটি দল কাজে নেমেছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে কুড়িটি দলই রয়েছে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পলানিস্বমি ও পদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী তিনদিন তামিলনাড়ুর 13 টি জেলার সমস্ত স্কুল-কলেজ ও অফিস বন্ধ থাকবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পক্ষ থেকেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিভার বর্তমানে উত্তর-পশ্চিম দিক ধরে এগোচ্ছে এবং ধীরে ধীরে শক্তি বাড়ছে তার। জানা গিয়েছে, পুদুকোট্টাই, থাঞ্জাভুর, তিরুভারুর, কারাইকাল, নাগাপাট্টিনাম, কুড্ডালোর, আরিয়ালুর ও পেরাম্বুতে এই ঝড়ের দাপট বেশি দেখা যাবে। পাশাপাশি তিরুভান্নামালাই, চেঙ্গালপাট্টু ও কারাইকালে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রের উপকূলবর্তী এলাকাতেও হবে অতি ভারী বৃষ্টি।

সব মিলিয়ে দক্ষিণের জেলাগুলি এখন প্রবল ঘূর্ণিঝড় এর আতঙ্কে ভুগছে। যেভাবে ক্ষণে ক্ষণে শক্তি অর্জন করছে ঘূর্ণিঝড় নিভার তাতে সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যে কোথায় দাঁড়াবে তা বলা যাচ্ছে না এখনই। তবে তামিলনাড়ু ও পুদুচেরি প্রশাসন ব্যাপক মাত্রায় সাবধানতা অবলম্বন করেছে। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে তাঁরা একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। আপাতত এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যরাত্রে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় দক্ষিণের রাজ্যগুলি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!