এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > 21 শে জুলাই শহীদ দিবস পালন এবার তৃণমূলের পাশাপাশি গেরুয়া শিবিরেও, জল্পনা তুঙ্গে

21 শে জুলাই শহীদ দিবস পালন এবার তৃণমূলের পাশাপাশি গেরুয়া শিবিরেও, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তুমুল প্রতিযোগী হয়ে উঠেছে তৃণমূল এবং বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে জয় হয়েছে তৃণমূলের। কিন্তু বিজেপি পিছিয়ে থাকতে রাজি নয়। যেনতেন প্রকারেণ তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে তাঁরা প্রস্তুত। তাই এবার ঘাসফুল শিবিরের 21 শে জুলাই শহীদ দিবস পালনের মতন গেরুয়া শিবিরেও এবার শহীদ দিবস পালন হবে সেই একুশে জুলাইতেই। কার্যত প্রতিবছর একুশে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। কিন্তু এবার বিজেপিও সেই দলে নাম লিখিয়েছে। জানা যাচ্ছে, বুধবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে কিভাবে ওই কর্মসূচি পালন করা হবে তা নিয়ে সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য নেতৃত্ব।

মঙ্গলবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। কার্যত ভোটের পর থেকে রাজনৈতিক হিংসার কারণে গেরুয়া শিবিরের অন্তত 180 জনের বেশি মৃত্যু হয়েছে বলে দাবি বিজেপির। সেই মৃতদেরকে শহীদ পরিচয় দিয়ে তাঁদেরকে শ্রদ্ধা জানাতেই শহীদ দিবস পালন বিজেপির। 1993 সালের একুশে জুলাই যুব কংগ্রেসের কর্মসূচিতে গুলিতে অন্তত 13 জনের মৃত্যু হয়েছিল। সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন আজকের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই আগে যুব কংগ্রেসের কর্মসূচি হলেও তৃণমূলের জন্মলগ্ন থেকেই একুশে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। একুশে জুলাই এর সমাবেশ বিভিন্ন সময়ে রেকর্ড তৈরি করেছে। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে এই একুশে জুলাই।

কিন্তু করোনার পরিপ্রেক্ষিতে দুই হাজার কুড়ি সাল থেকে একুশে জুলাই বড় আকারে পালন করা আর সম্ভব হচ্ছেনা। সেক্ষেত্রে ভার্চুয়ালি পালন করা হচ্ছে। গত বছরের মতন 2021 এও ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2021 এর শহীদ দিবস পালনের ক্ষেত্রে এবার পরিবর্তন আনা হয়েছে। কার্যত একুশে জুলাই এর কর্মসূচিকে এবার সর্বভারতীয় চেহারা দেওয়ার প্রস্তুতি চলছে তৃণমূল শিবিরে। অন্যদিকে একই দিনে পাল্টা কর্মসূচি নিয়ে তৃণমূলকে কিছুটা টেক্কা দেবার চেষ্টা বিজেপির। সূত্রের খবর, বুধবার সকাল 11 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি পালন হবে। তবে এই দিনে কোন কেন্দ্রীয় নেতা ভাষণ দেবেন কিনা তা জানা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে নিশ্চিত ভাবে জানা গিয়েছে দিল্লি থেকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বক্তব্য রাখবেন। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্যের অন্যান্য শীর্ষস্থানীয় বিজেপি নেতারাও ভাষণ দেবেন। ইতিমধ্যে বুধবারের কর্মসূচিকে সফল করতে জেলায় জেলায় নির্দেশ গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। প্রতিটি বিজেপি জেলা দপ্তরে অনুষ্ঠান সম্প্রচারের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভোটের পর থেকে এখনো পর্যন্ত বিজেপি সেভাবে দাগ কাটার মতন কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি। করোনা পরিস্থিতির বিধিনিষেধের কারণে বহু ক্ষেত্রে সমাবেশ হয়নি।

তাই এবার একুশে জুলাইকেই তাঁরা হাতিয়ার করে নিয়েছে এবং এই কর্মসূচি সফল করতে বিজেপি মরিয়া বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, প্রতিটি লোকসভা এলাকায় আলাদা আলাদা করে সাংবাদিক সম্মেলনও করা হতে পারে মঙ্গলবার। সবমিলিয়ে তৃণমূলের সাথে শহীদ দিবস পালনে এবার লাইমলাইট কেড়ে নেওয়ার চেষ্টা বিজেপির। তবে রাজনৈতিক মহলের অনেকেরই অনুমান, একুশে জুলাই শহীদ দিবস তৃণমূলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। তাই সেদিক থেকে তৃণমূলকে টেক্কা দেওয়া গেরুয়া শিবিরের পক্ষে যথেষ্ট চাপের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!