নাম না করে মুকুল রায়কে এবার “ছিঁচকে মস্তান” বললেন তৃণমূল নেতা রাজ্য January 2, 2018 বিজেপিতে যোগদানের পর থেকেই অনেক উপাধি পেয়েছেন তার প্রাক্তন দলের নেতা দের কাছ থেকে। এবার এর এক নতুন উপাধি পেলেন আর সেটা হলো “ছিঁচকে মস্তান। “এদিন জলপাইগুড়ি কদমতলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে এসে এই ভাষাতেই মুকুল রায়কে বিঁধলেন তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী।তিনি বলেন দিলীপ ঘোষ একটা গুন্ডা। তারসঙ্গে একটা মস্তান জোগাড় হয়েছে এখন। দুটো ছিঁচকে মস্তান মিলে বিভিন্ন জায়গায় লাঠি চালাচ্ছে। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি না।”পাশাপাশি আরো বলেন যে বিজেপি বাইরে থেকে লোক এনে ময়নাগুড়ির জোড়পাকড়িতে তৃণমূলের অফিসে হামলা করেছে। অস্ত্র নিয়ে বিজেপি -র কেন্দ্রীয় নেতারা এখানে আসছেন। সঙ্গে খুনিদের আনছেন। মারপিটের কালচার জলপাইগুড়ির নয়। বিজেপি নেতারা কলকাতা ও উত্তর ২৪ পরগনা থেকে এই কালচার নিয়ে আসছে।এই নিয়ে যদিও মুকুলবাবুর তরফ থেকে কোনো পতিক্রিযা পাওয়া যায় নি। আপনার মতামত জানান -