এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উলুবেড়িয়া উপনির্বাচন: ৯ তারিখ প্রার্থী ঘোষণা, থাকতে চলেছে ‘চমক’

উলুবেড়িয়া উপনির্বাচন: ৯ তারিখ প্রার্থী ঘোষণা, থাকতে চলেছে ‘চমক’

আসন্ন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দিলেও, এখনো বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে রাজ্য বিজেপি মুখ খোলেনি। ফলে দিনের পর দিন বাড়ছে জল্পনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উলুবেড়িয়াতে বিজেপি প্রার্থী করতে পারত কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় প্রার্থী নিয়ে রীতিমত সমস্যায় বিজেপি। কেননা উলুবেড়িয়াতে প্রায় ৩৭% সংখ্যালঘু ভোট আছে, সেদিকে নজর রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদকে এবং বামফ্রন্ট প্রার্থী করেছে সাবিরউদ্দিন মোল্লাকে। অন্যদিকে বিজেপির হয়ে ‘হেভিওয়েট’ সংখ্যালঘু মুখ খুঁজে পাওয়া দুস্কর বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এই অবস্থায়, সূত্রের খবর, আগামী ৯ জানুয়ারি উলুবেড়িয়ার একটি জনসভায় একেবারে উলুবেড়িয়ার প্রার্থীকে হাজির করতে চাইছে বিজেপি নেতৃত্ব। সঙ্গে বিজেপি নেতৃত্বের তরফে ইঙ্গিত মিলেছে, উলুবেড়িয়ার জনসভায় প্রার্থীকে আত্মপ্রকাশ করানো হতে পারে। আর ‘আত্মপ্রকাশ’ শব্দটিই বাড়িয়েছে রহস্য। কেননা যদি পরিচিত রাজনৈতিক মুখ হয় তাহলে তাঁর আত্মপ্রকাশের দরকার নেই, আত্মপ্রকাশ তো তাঁরই হতে পারে যিনি রাজনীতির আঙিনায় নতুন। আর তার ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন উলুবেড়িয়াতে ‘চমক’ দিতে বিজেপি প্রার্থী করতে চলেছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া ইশরাত জাহানকে। হাওড়ার পিলখানার বাসিন্দা ইশরাত জাহান সুপ্রিম কোর্টে তিন তালাক নিয়ে লড়াই করে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তো বটেই সমগ্র দেশেই অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিন তালাক বিল লোকসভায় পাস হওয়ার পর হঠাত্‍ই বিজেপি অফিসে ডেকে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়, এমনকি সেইসঙ্গে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়াও হয়। আর তাই আগামী ৯ তারিখে ‘চমক’ দিয়ে তাঁকেই বিজেপি প্রার্থী ঘোষণা করে নাকি অন্য কোন ‘চমক’ তোলা থাকে সেদিকেই তাকিয়ে এখন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!