এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রবল দুর্যোগের ঘনঘটা বাংলার বুকে! আগামী ৭২ ঘন্টায় জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ! জেনে নিন

প্রবল দুর্যোগের ঘনঘটা বাংলার বুকে! আগামী ৭২ ঘন্টায় জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্ষা চলে গেলেও এবারে যেন দৃষ্টি পিছু ছাড়তে চাইছে না। তাই আশ্বিন মাসেও আকাশের মুখ ভার। দফায় দফায় চলছে বৃষ্টি। এবছর শুরু থেকে দক্ষিণে আম্ফান থেকে শুরু করে উত্তরবঙ্গে বৃষ্টির ঘনঘটায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে দুর্যোগ যে আর মানুষের জীবন থেকে কাটতে চাইছে না, সেকথা বলাই বাহুল্য। করোনা বেলায় আরও অসুবিধে পড়তে হচ্ছে মানুষকে।

ইতিমধ্যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের বৃষ্টি হবার কথা ছিল উত্তর থেকে দক্ষিনে। তবে সেই বৃষ্টি যে ইতিমধ্যেই থামবে না, সেকথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। সেই সঙ্গে উত্তরবঙ্গে যে এই দুর্ভোগ আরও বাড়বে সেই কথাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর এর কারণ স্বরূপ উত্তরবঙ্গে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তাকেই দায়ী করেছেন আবহাওয়া অফিস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি সহ্য করতে হবে মানুষকে। এছাড়া আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫. ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধেয় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১. ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এদিন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সম্প্রতি নিজের অবস্থান বদল করলেও এখনও তার প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গে। আর তার প্রভাবেই রাতভর কলকাতা-সহ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হয়েছে। তবে জানা গেছে, এটি অবস্থান বদল করতে শুরু করেছে। বর্তমানে ছত্তিশগড়ে অবস্থান করছে এই নিম্নচাপ অক্ষরেখা। তবে আজও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে জানা গেছে হাওয়া অফিসের তরফে। এর সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। টানা বৃ্ষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!