এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > তৃণমূলের ‘দুয়ারে সরকার’ এর পাল্টা প্রকল্প আনছে বিজেপি, বারাসাত থেকে বড়সড় ঘোষণা কৈলাসের !

তৃণমূলের ‘দুয়ারে সরকার’ এর পাল্টা প্রকল্প আনছে বিজেপি, বারাসাত থেকে বড়সড় ঘোষণা কৈলাসের !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মত ইতিমধ্যেই রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়ে গেছে। আর চলতি মাসের শুরু থেকে এই কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে যেভাবে উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে যেখানে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য মানুষ শিবিরগুলোতে ভিড় করতে শুরু করেছেন, সেখানে এই প্রকল্পের জনপ্রিয়তার জোরে মুখ্যমন্ত্রী একুশের নির্বাচনের ভালো ফল করবেন বলেই আশা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে তাঁদের কথায়, এই প্রকল্পের জনপ্রিয়তার জোরে যদি বর্তমান মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য আবার বাংলার সিংহাসনে বসেন, তবে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তবে চুপ করে বসে থাকার পাত্র যে বিজেপি নয়, সেটাই বুঝিয়ে দিয়েছে তারা। জানা গেছে, তৃণমূলের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের পাল্টা হিসেবে বিজেপি আনছে ‘আর নয় অন্যায়’ প্রকল্প।

আপনার মতামত জানান -

একুশের নির্বাচনকে পাখির চোখ করে ভোটের মুখে নাগরিকত্ব ইস্যু নিয়ে সরগরম থাকা রাজ্য রাজনীতিতে বিজেপির এই প্রকল্প ট্রাম কার্ড হিসেবে কাজ করবে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। সেখানে শনিবার বারাসতের কামাক্ষ্যা মন্দিরে পুজো দিয়ে কৈলাস বিজয়বর্গীয় জানান, সামনের বছর জানুয়ারি থেকেই কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করবে।

এদিন বারাসাতের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে তাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে কৈলাস বিজয়বর্গীয়কে। সেইসঙ্গে সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তাঁর কথায়, রাজ্য সরকার যতই বিরোধিতা করুক না কেন, মোদী সরকারের দেওয়া প্রতিশ্রুতির কোন নড়চড় হবে না। তাই আগামী বছর জানুয়ারি থেকেই বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা হবে বলেই জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এই কাজ শুরুর আগে তিনি বলেন, “আপনারা দেখবেন, এই তৃণমূল সরকার প্রায় ৭০ শতাংশ মানুষের কথা ভাবছেই না, শুধুমাত্র ৩০ শতাংশ মানুষকে চিয়ে চিন্তা ভাবনা করছে। কিন্তু বিজেপি পুরো ১০০ মানুষের জন্য ভাবে, তাদের শিল্প, কর্মসংস্থান সবকিছু নিয়েই ভাবে। রাজনৈতিক বিভেদ করে না”। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, বঙ্গবিজেপি বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে রয়েছে।

কিন্তু মুখ্যমন্ত্রীর কারণেই সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ করেছেন তিনি। এদিন কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “সোনার বাংলা কি করে তৈরি হবে, এখানে তো শুধু অনুপ্রবেশকারীরা ঢুকছে। আমফান ত্রাণে প্রধানমন্ত্রীর পাঠানো টাকা, চাল সব কিছুই লুট করেছে, শোষণ করেছে বাংলার সরকার”। যদিও আপাতত তৃণমূলের তরফে এই অভিযোগের পাল্টা কিছু বলা হয়নি, কিন্তু এর কি জবাব দেন শাসকদল, সেটাই দেখার অপেক্ষা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!