এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর সাংবাদিক বৈঠক নিয়ে মুখ খুলে জল্পনা বাড়ালেন দিলীপ

শুভেন্দুর সাংবাদিক বৈঠক নিয়ে মুখ খুলে জল্পনা বাড়ালেন দিলীপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। সেখানে তাঁর মন্ত্রিত্ব পদ ছাড়ার সঙ্গে সঙ্গে তিনি শাসকদল ছাড়বেন কিনা সেই নিয়ে ধারনা এখনও পরিষ্কার নয়। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর আজকের সভায় তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেই নজর ফেলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান ঘিরে জল্পনার অবসান ঘটেনি বলেই জানা গেছে।

তাই তাঁর মন্তব্যের দিকেই আপাতত তাকিয়ে রয়েছেন সকলে। এমন প্রেক্ষিতে বিরোধীরা তৃণমূলের মনোবল আঘাত করার জন্য এবং শুভেন্দু অধিকারীর ‘কাটা ঘায়ে নুনের ছিটে দেবা’র জন্য বারবার উস্কানিমূলক মন্তব্য করছে বলে অভিযোগ করতে দেখা গিয়েছিল শাসকদলকে। সেখানে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান সম্পর্কিত মন্তব্যই একমাত্র এই জল্পনার অবসান করতে পারে বলেই মনে করেছিলেন রাজনীতিবিদরা।

আপনার মতামত জানান -

তবে এরই মধ্যে রবিবারের সকালে চায়ের আড্ডায় মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে একে একে তাঁর কথায় উঠে এল বৈশাখী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সারদা তদন্তের ইঙ্গিত। সেখানে রবিবাসরীয় সকালে চায়ে পে চর্চায় যোগ দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি নন্দীগ্রামের তৃণমূল বিধায়ককে নিয়ে বলেন, “আজ শুভেন্দুর বক্তব্য আমরা শুনব।”

শুধু তাই নয়, অন্যদিকে, সিপিএম নেতা সুশান্ত ঘোষের মেদিনীপুরে ঢোকার অনুমতি প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, “সুশান্ত মেদিনীপুরে আসুন। প্রায়শ্চিত্ত করুন। ক্ষমা চান।” তবে এরই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বদলি প্রসঙ্গেও নিজের প্রতিক্রিয়া জানাতে ভোলেননি বিজেপি রাজ্য সভাপতি। এদিন তিনি বলেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় মুখ খোলায় নাকি তাঁকে ট্রান্সফারের ভয় দেখানো হচ্ছে।

অন্যদিকে, সারদা কাণ্ডের পর সারদা কর্ণধার সুদীপ্ত ঘোষের চিঠি প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “সুদীপ্ত কেন লিখেছেন, কী লিখেছেন জানি না, সিবিআই জেরা করলেই সত্য সামনে আসবে। জেলের আসামির অধিকার নেই বিজেপির নাম লেখার।” তবে অন্যদিকে, ভোটের আগে রাজ্যে সিবিআই তদন্ত সম্পর্কে নিশ্চয়ই অবগত। সেখানে এই নিয়ে কেন্দ্র রাজ্যের অশান্তি কম হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে কেন্দ্র গোয়েন্দা সংস্থাকে এই নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল বলেও জানা গেছে। তবে বর্তমানে সেখানে একাধিক প্রশাসনিক কর্তার জড়িয়ে থাকার সম্ভাবনাও থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। সেখানে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “সিবিআই সারাবছর প্যারেড করাচ্ছে। নেতারা গ্রেফতার হবেন। রিপোর্ট জমা পড়েছে।”

অন্যদিকে, সোমবার মেদিনীপুরে সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই নিয়েও এদিন তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় লোকের ভিড়ে মঞ্চ ভেঙে পড়েছিল। কাল মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না।” সেখানে তাঁর কটাক্ষ, তৃণমূল চাইলে আমরা লোক পাঠাতে পারি। অন্যদিকে সম্প্রতি বারাবনি সহ বিভিন্ন জায়গায় বিজেপির উপর হামলার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে, “তৃণমূলের কীভাবে দাঁত ভাঙতে হয় জানি।”

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!