এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা হাইকোর্টে ডিও ও বিএলও ডিউটি মামলা নিয়ে কি হল আজ, জানুন বিস্তারিত

কলকাতা হাইকোর্টে ডিও ও বিএলও ডিউটি মামলা নিয়ে কি হল আজ, জানুন বিস্তারিত


ডিও ও বিএলও ডিউটি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল রাজ্যের প্রাথমিক শিক্ষকদের মধ্যে। আর তাই, সেই ডিও ও বিএলও ডিউটি থেকে প্রাথমিক শিক্ষকদের ‘রেহাই’ দিতে প্রতিবাদী শিক্ষক মইদুল ইসলামের নেতৃত্ত্বে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ কলকাতা হাইকোর্টের স্মরণাপন্ন হয়েছে। আজ সেই মামলার শুনানি ছিল, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে সেই মামলায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে সওয়াল করার কথা ছিল বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামিমের।

এই মামলার আজ লিস্টিং হয়েছিল ২১ নম্বরে, কিন্তু প্ৰথমার্ধে আজ ১৫ টি মামলার শুনানি হয়। এরপর বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানান – দ্বিতীয়ার্ধে তিনি অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে, আজ আর এই অতি সংবেদনশীল প্রাথমিক শিক্ষকদের ডিও ও বিএলও ডিউটি নিয়ে শুনানি হওয়া সম্ভব নয়। ফলে, এই মামলার শুনানি আগামীকাল প্রথমার্ধে হতে চলেছে। রাজ্যের বহু প্রাথমিক শিক্ষকই এই মামলার দিকে অত্যন্ত প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন, কিন্তু আজ আর তাঁদের কাঙ্খিত ইচ্ছা পূর্ণ হল না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের অন্যতম শীর্ষনেতা মইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ ১৫ নম্বর মামলা পর্যন্ত শুনানি হাওয়ায় আমাদের এই মামলার শুনানি আর হল না। তবে আগামীকাল এই মামলার শুনানি নিশ্চিতভাবেই হতে চলেছে। এর সঙ্গেই তাঁর সহ-শিক্ষকদের প্রতি তাঁর বার্তা, এ লড়াইতে জয় আমাদের হবেই – প্রশাসনের ‘জুলুমবাজীর’ বিরদ্ধে গর্জে উঠে প্রমান করুন “শিক্ষকরাই সমাজের পথপ্রদর্শক”। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট শিক্ষকমহলের প্রতি বার্তা দেন, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে শিক্ষার অধিকার রক্ষার্থে ও শিক্ষক স্বার্থে যে লড়াই চলছে, তাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের পাঠানো আবেদনে সাড়া দিয়ে, অনুগ্রহ করে মুক্ত হস্তে আপনারা দান করে লড়াই এ পাশে থাকুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!