এখন পড়ছেন
হোম > রাজ্য > উলুবেড়িয়া নির্বাচনে ‌বিজেপি পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

উলুবেড়িয়া নির্বাচনে ‌বিজেপি পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

উলুবেড়িয়া লোকসভার উপনির্বাচনে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়। এদিন‌ উলুবেড়িয়ার গঙ্গারামপুরে বিজেপির কায্যালয়ে ভাঙচুর চালায় দুস্কৃতিরা, বিজেপি তরফে শাসক‌দলের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তবে তৃণমূলের তরফে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার কারা হয় বলে খবর। পাশাপাশি‌ এদিন আরও ‌এক বিপদ বাঁধে ভিভিপ্যট সহ ইভিএম কাজ না করায় এর জেরে বেশ কয়েকটি জায়গায় ভোট গ্রহন সাময়িক বন্ধ ছিল। এবারের এই উপনির্বাচন বেশ উল্লেখযোগ্য এবারের লড়াই সবাই‌ নিজের ‌মত লড়ছে। নির্বাচনে সিপিএম, তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস যথাক্রমে সাবিরুদ্দিন মোল্লা, সাজদা আহমেদ, অনুপম‌ মল্লিক এবং মুদসসর হোসেনদের প্রার্থী নির্ধারন করেন। ভোট নিয়ে নিরাপত্তার এতটুকুও ত্রুটি ছিল না। ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহীনির সাথে ছিল রাজ্য পুলিশও এছাড়াও ভিভিপ্যাটের ব্যবহারও এই‌প্রথমবার করা হল। মোটের ওপর তেমন গুরুতর কোনও অপ্রিতিকর ঘটনা নির্বাচন ঘিরে পরিলক্ষিত হয়নি। নিজেদের ইচ্ছামত ভোট দিতে পেরে খুশি জনসাধারন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!