এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অধিকারী পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ ইঙ্গিতপূর্ণ বক্তব্য অভিষেকের, বাড়ছে তীব্র জল্পনা

অধিকারী পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ ইঙ্গিতপূর্ণ বক্তব্য অভিষেকের, বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মাসে তৃণমূলের সঙ্গে দু’দশকের সম্পর্কের যবনিকাপাত ঘটিয়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর একাধিক সভা থেকে তীব্র কটাক্ষ করেছেন তিনি তাঁর পূর্ব দলকে। তাঁর বিজেপিতে যোগদানের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। তবে, এখনো পর্যন্ত তৃণমূলভুক্তই আছেন তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারী। দুজনেই হলেন তৃণমূলের সাংসদ। তাঁরা শুভেন্দুর পথে পা দেবেন, এমনও কিছু বলেন নি তাঁরা।

তবে, এবার অধিকারী পরিবারের সদস্যদের সম্পর্কে বিশেষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দলীয় সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, তিনি যখন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছিলেন যে, নিজের বাড়িতে পদ্ম ফোঁটাতে পারছেন না যিনি, রাজ্যে কিভাবে পদ্ম ফোঁটাবেন তিনি? এ কথা বলার পরই তাঁর এক ভাই যোগদান করেছেন বিজেপিতে। তবে, কি তাঁর বাড়িতে আরও উপসর্গহীন রোগী আছেন? তাঁর এই বক্তব্যই রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর ডায়মন্ডহারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারীকে। যেখানে তিনি জানিয়েছিলেন যে, যিনি নিজের বাড়িতেই পদ্ম ফোঁটাতে পারেন নি, তিনি রাজ্যে কিভাবে পদ্ম ফোঁটাবেন? তাঁর এই কটাক্ষের জবাবে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, এখনো বাসন্তী পুজো আসেনি, আসেনি রামনবমী। রামনবমী এলে তাঁর বাড়ির লোকেরাও পদ্ম ফোঁটাবেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে, শুধু তাঁর বাড়ির লোকই নয়, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্মফুল ফোঁটাতে আসবেন তিনি।

তাঁর, এই বক্তব্যের দু-একদিনের মধ্যেই তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারণ ও তাঁর বিজেপি দলে যোগদান। এই পরিস্থিতিতে গতকাল গঙ্গারামপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, ” বলেছিলাম নিজের পরিবারে পদ্ম ফোটাতে পারছ না, তুমি বাংলায় ফোটাবে কীভাবে? রাজনীতি বুদ্ধিমত্তার লড়াই। আমাদের কাজে সুবিধা করে দিয়েছেন। আমি বলেছিলাম,উপসর্গহীন বেইমান। দলের খেয়েছে, দলের পরেছে দলের সঙ্গেই গদ্দারি করেছে। আমার বলার পর সঙ্গে সঙ্গে একটা ভাইকে এনে জয়েন করিয়েছ। তার মানে তোমার বাড়িতে আরও উপসর্গহীন রোগী রয়েছে, তুমিই প্রমাণ করছ। তাঁদের ধরে ধরে আইসোলেশনে পাঠাচ্ছ। আমাদের কাজটা কমিয়ে দিচ্ছে। ”

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেও তাঁর বাবা শিশির অধিকারী ও তাঁর ভাই দিব্যেন্দু অধিকারি এখনো পর্যন্ত রয়েছেন শাসকদল তৃণমূলে। উভয়েই হলেন দলের সাংসদ। সেইসঙ্গে শিশির অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি। দিব্যেন্দু অধিকারী তৃণমূলে থেকে যাবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারিত করা হলে দুজনেই ক্ষুব্ধ হয়েছিলেন। দলের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে মন্তব্যও করেছিলেন। এরপর শাসকদল তৃণমূলের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য জল্পনা বাড়িয়ে দিলো বহু গুনে। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন যে, এবার কি তবে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে সম্পর্কের পাট চুকিয়ে যোগদান করতে চলেছেন বিজেপিতে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!