এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে দিলেন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ

প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে দিলেন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ


আগামী বছর ভারতের লোকসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে – যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলির নিজেদের মধ্যে অন্তর্বর্তী সমীকরণের কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর, আগামী বছরের এপ্রিল-মে মাসে সেই সাধারণ নির্বাচন হতে পারে। কিন্তু ভারতের সেই নির্বাচনের আগে – প্রতিবেশী গুরুত্ত্বপূর্ন রাষ্ট্র বাংলাদেশে নির্বাচনের দামামা বেজে গেল।

জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এক বার্তায় জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিপদ প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত, এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি। যেখানে, বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। এবারেও, বিএনপি প্রধান জেলে – সুতরাং, কতখানি ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে – মূল প্রশ্ন সেখানেই। সিইসি তাঁর ভাষণে নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!