এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “তৃণমূলের দাঁত কীভাবে ভাঙতে হয় জানি” ফের তৃণমূলকে আক্রমণ দিলীপের

“তৃণমূলের দাঁত কীভাবে ভাঙতে হয় জানি” ফের তৃণমূলকে আক্রমণ দিলীপের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি দলের জনসংযোগ বৃদ্ধি করতে চায় পে চর্চার মতো একাধিক জনসংযোগ মূলক কর্মসূচিকে বেছে নিয়েছে বিজেপি। চায় পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়ে একদিকে যেমন দলের হয়ে প্রচার চলছে, তেমনি ক্ষোভ প্রকাশ করা হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। আজ চায় পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, গতকাল বিজেপি ‘আর নয় অন্যায়’ কর্মসূচি পালন করেছিল। গতকাল বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে আসানসোলের বারাবনি এলাকায় তীব্র সংঘর্ষ বাধে তৃণমূল ও বিজেপি কর্মীদের। এলাকায় বোমাবাজি ও গুলি ছোড়া হয়। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতকাল বিজেপি কর্মীদের ওপর গুলি চালিয়েছে, বোমাবাজি করেছে। বিজেপির অভিযোগ, তাদের দুজনের গায়ে গুলি লেগেছে।

বিজেপি আরও অভিযোগ করেছে, জেলা সভাপতির নেতৃত্বে যখন অভিযান কর্মসূচি পালন করা হচ্ছিলো, তখন তাদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। বন্ধুক ও বোমাবাজি চালানো হয় বলে বিজেপির অভিযোগ। তবে, বিজেপির দিক থেকে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে তৃণমূল শিবির। চায়ে পে চরচা অনুষ্ঠান থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে জানালেন যে, তৃণমূলের দাঁত কিভাবে ভাঙতে হয় তা তিনি জানেন।

অন্যদিকে তৃণমূল বারবার অভিযোগ করেছে যে, তাদের দলের নেতাদের হেনস্থা করতে সিবিআই, ইডির মত সংস্থাগুলোকে কাজে লাগায় বিজেপি। তৃণমূল দাবি করেছে, বিধানসভা ভোট সামনে এগিয়ে আসতেই বেড়েছে সিবিআইয়ের তৎপরতা। ভোটের আগে সিবিআই তদন্ত প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন যে, সারাবছর ধরেই প্যারেড করে যাচ্ছে সিবিআই। নেতারা গ্রেপ্তার হবেন, তার রিপোর্ট জমা পড়েছে।

আপনার মতামত জানান -

সম্প্রতি সারদার কর্ণধার সুদীপ্ত সেন জেলে বসে চিঠি লিখেছেন। যে চিঠিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতাদের নামে অভিযোগ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি নেতা মুকুল রায় তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন যে, সুদীপ্ত সেন কেন লিখেছেন? কি লিখেছেন? সে বিষয়ে তিনি কিছু জানেন না। তাঁর কথায়, সিবিআই জেরা করলেই প্রকৃত সত্য সামনে চলে আসবে। তিনি জানালেন যে, জেলে থাকা আসামির কোনো অধিকার নেই বিজেপির নাম লেখার।

এদিকে আগামীকাল মেদিনীপুরে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন যে, মেদিনীপুরের যখন প্রধানমন্ত্রীর সভা হয়েছিল, তখন তাতে ব্যাপক জনসমাগম হয়েছিল। সেসময় ভিড়ের চাপে মঞ্চ ভেঙে পড়েছিল। তিনি জানালেন যে, আগামীকাল মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না। তৃণমূল যদি চায়, তবে, বিজেপি লোক পাঠাতে পারে বলে কটাক্ষ করলেন তিনি।

অন্যদিকে সম্প্রতি মেদিনীপুরে আসতে চলেছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সিপিএম নেতা সুশান্ত ঘোষের মেদিনীপুরে প্রবেশের অনুমতি প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন যে, সুশান্ত ঘোষ মেদিনীপুরে আসুন। তিনি তাঁর পূর্বের অপরাধের প্রায়শ্চিত্ত করুন, ক্ষমা চান। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বদলি সম্পর্কে তিনি জানালেন যে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মুখ খোলার কারণেই তাঁকে বদলির ভয় দেখানো হয়েছে। এভাবে আজ সকালে চায় পে চর্চা অনুষ্ঠান থেকে শাসকদল তৃণমূলকে এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একাধিক সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!