এখন পড়ছেন
হোম > অন্যান্য > জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরের আগে প্রশ্ন উঠেছে কোহলির অধিনায়কত্ব নিয়ে? সৌরভ দিলেন বাঁচার উপায়?

জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরের আগে প্রশ্ন উঠেছে কোহলির অধিনায়কত্ব নিয়ে? সৌরভ দিলেন বাঁচার উপায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আর দুদিন পরে শেষ হচ্ছে আইপিএল, আর তারপর আমির্শাহি থেকেই অস্ট্রেলিয়া সফরের জন্য উড়ে যাবার কথা ঘোষণা করা হয়েছিল কোহলির টিমকে। বস্তুত, আইপিএলের মাঝখানেই ভারতীয় দলের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানা গিয়েছিল। সেখানে তাদের চারটে টেস্টের পাশাপাশি তিনটে করে ওডিআই, টি২০ খেলতে হবে বলে জানা গেছে।

ডিসেম্বরের ১৭ তারিখ থেকে এডিলেডে দিন রাতের টেস্টের সফর শুরু হচ্ছে। এরপর টেস্ট যথাক্রমে মেলবোর্ন ডিসেম্বর ২৬, সিডনি জানুয়ারি ৭ এবং ব্রিসবেনে জানুয়ারি ১৫ তারিখে খেলা হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই অক্টোবরের ২৬ তারিখে টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী এবং সমস্ত কোচিং স্টাফ আমিরশাহি পৌঁছে গিয়েছেন বলে জানা গেছে।

আইপিএল থেকে আরসিবির ছিটকে যাওয়ার পর থেকেই কোহলির নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে বলেই মনে করেছিলেন অনেকে। সেইসঙ্গে জাতীয় দলের অধিনায়ক হিসাবেও যে তিনি আইসিসি টুর্নামেন্ট জিতে সাফল্যের সন্ধান দিতে পারেননি, সেই প্রসঙ্গও উঠে আসতে দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে কোহলিকে একজন বিসিসিআই প্রেসিডেন্ট নয়, একজন ক্রিকেটার হিসেবেই পরামর্শ দিতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, শেষবার অস্ট্রেলিয়া সফরে ভারত ২-১ টেস্ট সিরিজ জিতে প্রথম কোনো ভারতীয় দল হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করেছিল বলে জানা যায়। তবে সেবার অজি স্কোয়াডে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের মত খেলোয়াড়রা ছিলেন না বলেও মন্তব্য করেন অনেকে। তাই এবার যেখানে টিম পেইনের স্কোয়াডে এই দুই খেলোয়াড়ই থাকছে, সেখানে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপও ভারতের জন্য অপেক্ষা করছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আর তাই এই সফরে জেতার জন্য সৌরভের মতে বড় পার্টনারশিপ গড়তেই হবে। সেক্ষেত্রে মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, রোহিত শর্মাদের দায়িত্বই ওপেনিংয়ে প্রথম কুড়ি ওভার দেওয়া ভালো বলেই মনে করছেন তিনি। সেইসঙ্গে, তাঁর মতে, নভদীপ সাইনি একবছরে আরো পরিণত হয়ে উঠেছেন। ফলে তাঁর কাছ থেকে ভালো পেসে, ভালো লেংথে নিয়মিত বল আশা করা যেতে পারে।

অন্যদিকে দেখতে গেলে ভারতের বোলিং বেশ উন্নত বলেই মনে করেছেন তিনি। তাই তাঁর মতে ক্রিকেটারদের কাছ থেকে কীভাবে সেরাটা বের করে আনা যায়, সেই উপায়ই নির্ধারণ করতে হবে কোহলিকে। আর সেক্ষেত্রে ম্যাচের কোন পর্যায়ে জাদেজা, সাইনি, অশ্বিন আক্রমণ করতে ডাকবেন তিনি তাতেই বিরাটের ক্যাপ্টেন্সি স্কিল প্রমাণিত হবে বলেই জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!