এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খুঁজে পাওয়া যাচ্ছে না সারদা কর্তা সুদীপ্ত সেনকে, হন্যে হয়ে ছোটাছুটি ঝাড়খণ্ড কলকাতা থেকে!

খুঁজে পাওয়া যাচ্ছে না সারদা কর্তা সুদীপ্ত সেনকে, হন্যে হয়ে ছোটাছুটি ঝাড়খণ্ড কলকাতা থেকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারদা কাণ্ডের মাথা সুদীপ্ত সেনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। হ্যা ঠিকই পড়ছেন। কলকাতা, বারুইপুর ঘুরে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত তাঁকে পাওয়া গেলেও অনেক ঝক্কি পোয়াতে হয়েছে সিবিআই কর্তাদের।

কি ঘটেছিল জেনে নিন এবার – একটি মামলার নোটিস সুদীপ্ত সেনের হাতে দিতে বুধবার ঝাড়খণ্ড থেকে সিবিআই কর্তারা কলকাতায় আসেন। আগের মতো হাজির হন আলিপুর জেলে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কেউ নেই , কর্মীরা জানান জেল সংস্কারের কাজের জন্য আলিপুর জেলের বন্দিদের ২০১৮ সালে বারুইপুর সংশোধনাগারে নিয়ে গিয়ে রাখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর সিবিআই কর্তারা ছোটেন বারুইপুরে। সেখানে গিয়ে মাথায় বাজ পরে সিবিআই আধিকারিকদের। বারুইপুর সংশোধনাগার কর্তৃপক্ষ সিবিআই আধিকারিকদের জানিয়ে দেয়, সুদীপ্ত সেন সেখানে নেই। তড়িঘড়ি সিবিআই আধিকারিকরা কলকাতা দফতরে যোগাযোগ করেন।সেখান থেকে জানানো হয় যে, সুদীপ্ত সেন রয়েছেন আলিপুরের প্রেসিডেন্সি জেলে। অবশেষে খোঁজ মেলে সুদীপ্ত সেনের। জানা যাচ্ছে নথিতে ঠিকানা বদল হয়নি বলেই সুদীপ্ত সেনকে এইভাবে হন্নে হয়ে খুঁজতে হয়েছে সিবিআই কর্তাদের।

জানা যাচ্ছে, ২০১৮ সালে আলিপুর জেল থেকেনিরাপত্তার কারণে সুদীপ্ত সেনকে বারুইপুরে নিয়ে যাওয়া হয়নি।তাঁকে স্থানান্তরিত করা হয় প্রেসিডেন্সি জেলে। সেই থেকে তিনি সেখানেই রয়েছেন। এদিন দেবযানীকেও নোটিস দিয়েছে সিবিআই।

অনেকেরই মতে, সামনেই একুশের বিধানসভা ভোট, আর তার আগে বাংলার চিটফান্ড নিয়ে ফের কেন্দ্রীয় তদন্ত সংস্থার এ হেনো নতুন করে মাথাচাড়া দেওয়া খুব একটা ভালো চোখে দেখছে না রাজ্যের শাসকদল। একাধিক বার এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। তবে সিবিআইয়ের এই নোটিস দেওয়ার মধ্যে এবার কি কোনো প্রভাবশালীর নাম জড়াবে ? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!