এখন পড়ছেন
হোম > রাজ্য > নেত্রীর নির্দেশ অমান্য করে তোলাবাজির অভিযোগ, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী

নেত্রীর নির্দেশ অমান্য করে তোলাবাজির অভিযোগ, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী

দেখতে দেখতে লোকসভা ভোট চলে এল। অথচ পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেও রাজ্যের বিভিন্ন জায়গায় শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল এখনও অব্যাহত। এবার মালদহের বৈষ্ণব নগরের বাজেয়াপ্ত পাড়া গ্রামে তোলাবাজির প্রতিবাদ করাতে স্থানীয় তৃণমূলের উপপ্রধানের স্বামী এবং তৃণমূল কর্মীদের দ্বারা গুলিবিদ্ধ হলেন স্থানীয় এক তৃণমূল কর্মী জিয়াউল শেখ। আর যে ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

কিন্তু যেখানে খোদ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোলাবাজির বিরুদ্ধে গর্জে উঠছেন সেখানে তাঁর দলের কর্মীরাই এইভাবে যখন তোলা তুলছেন এবং তা আটকাতে যখন জিয়াউলের মত তৃণমূল কর্মীরা সক্রিয় ভূমিকা নিচ্ছেন তখন সেই তৃণমূল কর্মীদের ওপর হামলা নেমে আসছে কেন?

সূত্রের খবর, স্থানীয় বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করা তৃণমূলের উপপ্রধান রুকসানা বিবির স্বামী সারিফুল সেখ এই ঘটনায় মূল অভিযুক্ত‌। জানা যায়, কিছুদিন আগেই বিড়ি শ্রমিকের একটি কাজকে কেন্দ্র করে তৃণমূল কর্মী জিয়াউল সেখের কাছ থেকে এই শারিফুল ও তার দলবল বেশকিছু মোটা টাকা দাবি করে। আর যে টাকা দিতে অস্বীকার করায় সেই তৃণমূল কর্মী জিয়াউলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে আহত সেই তৃণমূল কর্মী জিয়াউল সেখ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সারিফুল সেখের নেতৃত্বে সেই জিয়াউলের বাড়িতে ব্যাপক হামলাও চালানো হয় বলে খবর। ইতিমধ্যেই ব্যাপারে জিয়াউল সেখের পরিবারের তরফে বৈষ্ণব নগর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছেন একাংশ।

কেন ঘটল এরকম ঘটনা? তাহলে কি এর পেছনে রয়েছে শাসকদলের গোষ্ঠী কোন্দল? এদিন এই প্রসঙ্গে স্থানীয় জেলা পরিষদের সদস্য তথা মালদহ জেলা পরিষদের সহ-সভাপতি তৃণমূলের চন্দনা সরকার বলেন, “এটি একটি গ্রাম্য বিবাদের ঘটনা। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আইন আইনের পথে চলবে।”

অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই সারিফুল সেখ অবশ্য সমস্ত ঘটনাকে অস্বীকার করেছেন। সব মিলিয়ে এখন তোলাবাজিকে কেন্দ্র করে স্থানীয় এক তৃণমূল কর্মীর ওপর গুলি চলায় প্রবল উত্তপ্ত মালদহের বৈষ্ণবনগর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!