এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের আনাগোনা বাড়তেই ত্রিপুরাকে নিয়ে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব

তৃণমূলের আনাগোনা বাড়তেই ত্রিপুরাকে নিয়ে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ত্রিপুরাতে তৃণমূলের আনাগোনা ক্রমশ বাড়ছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় রকম সাফল্য পাবার পরই ত্রিপুরা সহ একাধিক রাজ্যের দিকে হাত বাড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। আগামী ২০২৩ সালে বিধানসভা নির্বাচন রয়েছে ত্রিপুরাতে। ত্রিপুরাতে ক্ষমতা দখলের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। আবার, ত্রিপুরাতে ফের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে বাম শিবির। এই অবস্থায় ত্রিপুরাকে নিজের হাতে ধরে রাখতে সচেষ্ট গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে ত্রিপুরায় তৃণমূলের তৎপরতা বাড়তেই, ত্রিপুরাকে নিয়ে এবার বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

ইতিপূর্বে ত্রিপুরা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বড়দিনের ছুটিতে গোয়া রওনা দেবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়া থেকে ফিরে আসার পর নতুন বছরের একেবারে শুরুতেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এ প্রসঙ্গে ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক জানান, দোসরা জানুয়ারি ত্রিপুরা আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেসরা জানুয়ারি তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

এই অল্পসময়ের মধ্যেই ত্রিপুরাতে একাধিক কর্মসূচি নিতে চলেছেন তিনি। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ফিরে যাবার পরদিনই, অর্থাৎ, চৌঠা জানুয়ারি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, একাধিক কর্মসূচি নিয়ে আগামী চৌঠা জানুয়ারি আগরতলায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আন্তর্জাতিক বিমান বন্দর উদ্বোধন করবেন তিনি। আর তার সঙ্গেই থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে ত্রিপুরা রাজ্য বিজেপি।

অর্থাৎ, একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ত্রিপুরা যাত্রা, আর তারপরই ত্রিপুরা যেতে চলেছেন প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাই রাজনীতির পারদ যে ত্রিপুরায় চড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, একদিকে তৃণমূলের বাড়বাড়ন্ত, অন্যদিকে বামেদের ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এই অবস্থায় ত্রিপুরা নিয়ে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত পুর ভোটে বিজেপি শাসন উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েও মাত্র একটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ঘাসফুল শিবিরকে। পুরভোটের এই ফলাফল যথেষ্ট উজ্জীবিত করে দিয়েছে গেরুয়া শিবিরকে। তাই ত্রিপুরাতে তৃণমূলকে রুখতে এবার সর্বাত্মক কোন পদক্ষেপ নিতে পারে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!