এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এনআইয়ের ওপর হামলা, মমতাকে টাইট দিয়ে বড় পদক্ষেপের দাবি শুভেন্দুর!

এনআইয়ের ওপর হামলা, মমতাকে টাইট দিয়ে বড় পদক্ষেপের দাবি শুভেন্দুর!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে যখন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আদর্শ আচরনবিধি লাগু হয়েছে, তখন একটি ঘটনার তদন্ত করতে গিয়ে আবার হেনস্থার শিকার হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধি কারিকরা। এবার ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। স্বাভাবিকভাবেই এখন রাজ্য সরকারের হাতে কিছু নেই। সবটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। তাই গোটা ঘটনায় অবিলম্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার এই বক্তব্যের পর যদি সেই মতো পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাহলে চরম ফ্যাসাদে পড়বেন এই রাজ্যের শাসক দল এবং তাদের প্রধান নেতা নেত্রীরা বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এনআইয়ের ওপর যে হামলা হয়েছে, সেটা অত্যন্ত নিন্দা জনক। আমরাও নির্বাচন কমিশনকে জানিয়েছি। এখন তো রাজ্য সরকারের হাতে কিছু নেই। এখন সবটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে। এর আগে যখন হামলা হয়েছিল, তখন আমরা কোর্টে গিয়েছিলাম। কিন্তু এখন আমরা কেন কোর্টে যাব? এখন নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরাও দেখছি, রাজ্য সরকারের কাছে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্ট পাঠানোর পর কমিশন কি পদক্ষেপ নেয়, আমরা দেখব। তারপর আমরা যা করার করব।”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলকে ছেড়ে দেওয়ার পাত্র নন‌। নির্বাচন কমিশন কি করছে, তার দিকে তিনি নজর রাখবেন। আর শেষ পর্যন্ত যদি কমিশন কিছু না করে, তাহলে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ক্রমাগত কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কথা বলছেন, তাতে তাকেও চাপে ফেলার জন্য বড় স্টেপ নেবেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্তত তার বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!