এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধায়কের ডাকা বৈঠকে গরহাজির বহু হেভিওয়েট নেতা পদাধিকারী, কারণ নিয়ে শুরু জোর জল্পনা!

বিধায়কের ডাকা বৈঠকে গরহাজির বহু হেভিওয়েট নেতা পদাধিকারী, কারণ নিয়ে শুরু জোর জল্পনা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা কেন্দ্রে গত ২০১১ সালে ফরওয়ার্ড ব্লক ও গত ২০১৬ সালের তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছিলেন কংগ্রেস প্রার্থী শাওনি সিংহ রায়। পরবর্তীকালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন। এখন তিনি তৃণমূলের দাপুটে বিধায়ক। সম্প্রতি, হেভিওয়েট তৃণমূল বিধায়ক শাওনি সিংহ রায় এক কর্মীসভার আয়োজন করেছিলেন। কিন্তু সেই কর্মী সভায় উপস্থিত হলেন না ডোমকল বিধানসভা এলাকার ২ জন পুর প্রশাসক, ২ জন ব্লক সভাপতি সহ বেশকিছু তৃনমূল নেতা। একসঙ্গে এত জনের বিধায়কের বৈঠকে অনুপস্থিতি যথেষ্ট প্রশ্ন তুলে দিল।

বিধায়কের বৈঠকে অনুপস্থিতেরা স্পষ্টভাবে জানালেন যে, তাঁরা তাঁদের অনুপস্থিতির কারণ দলের উদ্বোধন কর্মকর্তাদের জানাবেন। বৈঠকে তাঁদের অনুপস্থিতি নিয়ে শুরু হলো নানা জল্পনা। এই ঘটনার মধ্য দিয়ে ডোমকলে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। দলের অন্তর্দ্বন্দ্ব যদি এমন তীব্র আকার ধারণ করে তবে আগামী নির্বাচনে দল যে বিপাকে পড়তে চলেছে। সে কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল দলের বেশ কিছু নেতাকর্মী।

অন্তর্দ্বন্দ্বের কথা অস্বীকার করতে পারছেন না বিধায়ক শাওনি সিং রায় নিজেও। তবে তিনি আশা করছেন যে, দলে গোষ্ঠীদ্বন্দ্ব যতই থাকুক, ভোটের সময় সবকিছু ভুলে ঝাপিয়ে পড়বে দলের সকলেই, সকলেই একসঙ্গে খাটবে। এ প্র্রসঙ্গে তিনি জানালেন, ” এক সংসারে থাকতে গেলে একটু ঝামেলা হয়ই কিন্তু সংসারের যখন বিপদ আসে তখন সবাই সব ভুলে ঝাঁপিয়ে পড়ে। তেমনই ভোটের সময় সকলেই কিন্তু দলের হয়েই ভোট করবে।’’

আপনার মতামত জানান -

বিধায়কের এই বক্তব্য প্রসঙ্গে নিজের নাম গোপন রেখেই জনৈক তৃণমূল নেতা জানালেন যে, তাঁরা যখন কংগ্রেসে ছিলেন তখনও তাদের মধ্যে বিরোধ ছিল। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের হয়েই ভোট করেছিলেন তাঁরা। কিন্তু, সম্প্রতি তাদের বিরোধ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, দ্রুত এই বিরোধের নিষ্পত্তি না হলে, আগামী নির্বাচনে বিপাকে পড়বে শাসক দল তৃণমূল। বস্তুত, মুর্শিদাবাদ জেলা জুড়ে বাম কংগ্রেসে বহু দাপুটে নেতারা অনেকেই নাম লিখিয়েছেন শাসকদল তৃণমূলে।

অনেকে মনে করছেন, তৃণমূলের এই তীব্র অন্তর্দ্বন্দ্বের পরিস্থিতিতে বাম- কংগ্রেসের জোট হলে, উল্লেখযোগ্য ফল লাভ করতে পারে বাম-কংগ্রেসের জোট শিবির। আবার, আগামী বিধানসভা নির্বাচন জেলায় ভালো ফল করতে সচেষ্ট বিজেপি। জেলার একাধিক বিজেপি নেতা দাবি করেছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিজেপির দখলে যাবে। এ প্রসঙ্গে লালবাগ টাউন বিজেপি সভাপতি সৌমেন মন্ডল জানালেন যে, মুর্শিদাবাদ বিধানসভা ভোটে বিজেপি যে দখল করবে, তা নিয়ে তাঁরা নিশ্চিত। তাঁর দাবি, মানুষ তৃণমূল বিরোধী হয়ে উঠেছেন। তৃণমূল নেতাদের দুর্নীতির পাহাড় মানুষ আর সহ্য করবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!