এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল সাংসদ দেব যোগ দিচ্ছেন বিজেপিতে, দাবি বাম নেতার

তৃণমূল সাংসদ দেব যোগ দিচ্ছেন বিজেপিতে, দাবি বাম নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারবার ভাঙ্গন দেখা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলে। তৃণমূলের বহু হেভিওয়েট দলের বিরুদ্ধে একাধিক বার ক্ষোভ প্রকাশ করেছেন। বেশকিছু হেভিওয়েট তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। এই আবহে টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দীপক অধিকারী বা দেব যোগদান করতে পারেন বিজেপিতে। এমনই বিস্ফোরক দাবি করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দেবকে নিয়ে জল্পনা তীব্র হয়ে উঠেছিল। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এক টুইট করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন যে, হলদিয়াতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান করবেন তৃণমূলের সাংসদ দেব। এরপর তার পাল্টা টুইট করেন দেব। যে টুইটে তিনি জানিয়েছিলেন যে, আমন্ত্রণ পেলেও তিনি যোগদান করতে পারছেন না প্রধানমন্ত্রীর সভাতে। এ জন্য দুঃখ প্রকাশও করেছিলেন তিনি। আবার, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রতি সৌজন্যতাও প্রকাশ করতে দেখা গিয়েছিল। এবার দেব সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন মহম্মদ সেলিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সিপিএমের এক দলীয় কর্মসূচিতে যোগদান করেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। এই সভা থেকেই তিনি জানালেন যে, প্রতি সপ্তাহে তৃণমূলের কোনো না কোনো নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। দেবের বিজেপিতে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই দাবি করলেন তিনি। দেবের বিজেপিতে যোগদানের বাম নেতার এই দাবি তীব্র জল্পনা বাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি টলিউড অভিনেতা ও সাংসদ দেবকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!