এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আদি নব্য কোন্দলের আশঙ্কা? দলকে বড়সড় নির্দেশ নাড্ডার, কাজ হবে কি? উঠছে প্রশ্ন!

আদি নব্য কোন্দলের আশঙ্কা? দলকে বড়সড় নির্দেশ নাড্ডার, কাজ হবে কি? উঠছে প্রশ্ন!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের সময় থেকেই বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। অন্য দল থেকে আসা নেতাকর্মীরা ক্রমশ প্রভাব বাড়াতে শুরু করেছে দলের অন্দরে। যার ফলে পুরাতন বিজেপি নেতা কর্মীরা গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ উঠতে শুরু করেছিল। আর বিভিন্ন জায়গায় এর ফলে বিজেপির নতুন বনাম পুরনো নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছিল দ্বন্দ্ব। কিন্তু সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন।

বিজেপিকে যেনতেন ভাবে বাংলা দখল করতেই হবে, তাই সেই টার্গেট নিয়েই বাংলা সফরে এসে গোষ্ঠী কোন্দল বন্ধ করার চেষ্টা করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অর্থ্যাৎ বিধানসভা নির্বাচনের আগে দলের গোষ্ঠী কোন্দল যাতে দলের জয়লাভের পেছনে প্রধান কাটা না হতে পারে, তার জন্যই বিজেপির সর্বভারতীয় সভাপতির পক্ষ থেকে এই বার্তা দেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় আইসিসিআরে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি বলেন, “ভোটের টিকিট না পেলে অন্য দিকে মন গেলে চলবে না। কোনো ঘোট পাকানো যাবে না। যাদের ভোটে দাঁড়াতে ইচ্ছা, তারা শিবপ্রকাশজির কাছে নাম দেবেন। টিকিট পেলে লড়বেন। না পেলে দলের জন্য লড়বেন।” অর্থাৎ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপির নানা ব্যাক্তি আশা করে আছেন যে, এবার তারা টিকিট পাবেন।

স্বাভাবিকভাবেই কোনো একটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন একজন। তাই একটি গোষ্ঠী নেতা টিকিট পেল অপর গোষ্ঠীর নেতারা বিদ্রোহ পোষণ করলে তার প্রভাব পড়বে ভোটবাক্সে। তাই সেক্ষেত্রে এখন থেকেই সকলের মন গলানোর চেষ্টা করলেন দলের সর্বভারতীয় সভাপতি। যেখানে সামনের নির্বাচনে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে দেখা গেল জেপি নাড্ডাকে বলে মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এবার এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। তার মধ্যে একাধিক দুর্নীতির ঘটনা বিজেপিকে বাড়তি মাইলেজ পাইয়ে দিতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে বিজেপি দুয়ারে কড়া নাড়ছে বলে দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের। কিন্তু শেষ পর্যন্ত দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যদি সেই জয় পরাজয়ের দিকে এগিয়ে যায়, তাহলে বিজেপির হতাশার শেষ থাকবে না। তাই শেষ মুহূর্তে রাজ্যে এসে সকলকে এক হওয়ার বার্তা দিয়ে গেলেন দলের সর্বভারতীয় সভাপতি বলে দাবি বিশেষজ্ঞদের।

জানা গেছে, এদিন দলের কর্মীদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুরে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যেখানে আর নয় অন্যায় কর্মসূচিতে অংশ নিয়ে ভবানীপুরের বেশকিছু বস্তিতে গিয়ে লিফলেট বিলি করে আসেন তিনি। পরবর্তীতে সেখানে চায়ে পে চর্চা যোগ দিতে দেখা যায় জেপি নাড্ডাকে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সর্বভারতীয় সভাপতি স্পষ্ট বার্তা, দলকে জেতাতে হবে। কিন্তু সকলের কাছেই আশঙ্কা এবং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির আদি এবং নব্য নেতাকর্মীদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব। তাই সেই গোষ্ঠীদ্বন্দ্বকে দমিয়ে দিতে দলের সর্বভারতীয় সভাপতির এই টনিক কতটা কাজে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!